পাতা:হাফেজ.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I vs 1 পানপত্ৰিদাতা, আমাকে পানপত্র দান কর, জানি না যে, অদৃগু লিপিকর অন্তরালে কি লিপি করিল ? হাফেজ, তুমি সখার সন্মিলন উদ্দেঙ্গে কি মন প্রাণ উৎসর্গ করিতেছ, মৃগতৃষ্ণার আভাসে কবে তৃষ্ণাৰ্ত্ত পরিতৃপ্ত হইয়া থাকে । _. সেই কুঞ্চিত কস্থলচক্রে হস্তার্পণ করা যাইতে পারে না, প্রিয়, তোমার ও বসন্তানিলের অঙ্গীকারে নির্ভর করা যাইতে পারে ন! । আমি তোমার অন্বেষণে যে কিছু চেষ্ট্র যত্ন করিয়াছি এই পরিমাণই হয়, যেহেতু বিধাতার বিধিকে খণ্ডন করা যাইতে পারে না । তোমার অন্বেষণে যতদুর ষত্ব আমি করিয়াছি তাহাই সমুচিত হইয়াছে, কিন্তু ঐশ্বরিক বিধির অন্যথা করা যাইতে পারে না। , হৃদয়ের বহু শোণিতপাতে সখার বস্ত্রাঞ্চল হস্তগত হইয়াছে, শক্রর ষড়যন্ত্রে তাহ ছড়িয় দেওয়া যাইতে পারে না । আকাশের চন্দ্রমার সঙ্গে তাহার মুখমণ্ডলের উপমা দেওয়া যাইতে পারে না, সেই হস্তপদখৃষ্ঠ বস্তুর সঙ্গে সখার সম্পর্ক র:থা যাইতে পারে না । , ● আমার সরলতমূলখা যখন সঙ্গীতে প্রবৃত্ত হন, তখন এমন কি কথা ক্সে প্রমত্তভাবে প্রাণের তমুচ্ছদ ছিন্ন করিতে পার৷ মাইক্তে পারে না ? ۶یچید. به প্রেমবিপাক আমার জ্ঞানের আয়ত্ত্বাধীন স্নহে এই श्र्सग চিন্তাতে এই তত্ত্বের মীমাংসা করা যাইতে পারে না। " o আমার দুঃখ যে, তুমি জগতের প্রেমাম্পদ হইয়াছ, অহৰ্নিশি কিন্তু ঈশ্বরের জীবের সঙ্গে বিরোধ করা যাইতে পারে না । ,