পাতা:হাফেজ.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 לי f S সাবধান ! এই মুরালি ব্রু থের্ক দ্বারা আমার দোষ ঢাকিয়া রািখ, যেহেতু সেই পুতচরিত্র এস্থলে দর্শনার্থ আগমন কল্পি प्लो(झुन । আজ প্রত্যেক স্ব শ্ৰী পুরুষের অবস্থা প্রকাশ পাইবে, যেহেতু সেই সভার শোভাবৰ্দ্ধন-চন্দ্ৰম উচ্চাসনে সমাগত হইয়াছেন। মন, তাহার চতুর চক্ষু হইতে আপন ধর্মকে বাচা ও, যেহেতু ধন্থদ্ধরমুগ্ধকরী নয়ন লুণ্ঠনেল উদ্দেশু্যে আসিয়াছে। রাজসভা নদী স্বরূপ, তাহ প্রাপ্ত হও, সুসময় চিনিয়া লও, হুঁ! হে ক্ষতিগ্রস্ত, বানিজ্যের সময় উপস্থিত হইয়াছে। হাফেজ, তুমি কুলুষিত, কিঞ্চিৎ করুণা মহারাজের নিকটে ভিক্ষা কর, যেহেতু সেই বীরত্বের নিদান পাপীদিগের শুদ্ধতাবিধানের জন্ত আগমন করিয়াছেন । ১০৪ ৷ এক্ষণ আমার নিকটে জ্ঞান, ধৈর্য্য ও মনের প্রত্যাশা করিও না, সেই গাম্ভীৰ্য্য যাহা তুমি দেখিয়াছিলে সমুদায় বিনাশ পাইয়াছে। - স্বরা নিৰ্ম্মল হইয়ুছে, উদ্যানবিহঙ্গগণ মত্ত হইয়া উঠিয়াছে প্রেমিকের উপযুক্ত কাল উপস্থিত, ক্রিয় মূলেতে পহুছিয়াছে। জগতের ভাবগতিতে কল্যাণের সৌরভ অস্ত্ৰণ করিতেছি, কুসুম আনন্দ আনয়ন করিল ও সহর্ষ বসন্ত সমীরণ উপস্থিত • হইল । - অয়ি গুণের নববধূ, তুমি দুঃসময়ের নিন্দ আর করিও না, দৌন্দর্ঘ্য পলাঙ্ককে সজ্জিত কর যেহেতু বর আসিয়াছে। হে মেসরের ইয়ুসেফ, জোলয়খার প্রক্তি উৎপীড়ন মনোনীs.