পাতা:হাফেজ.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t >88 ] ছয় যোগ বা তোমার যোগের সংবাদ, অথবা প্রতিদ্বন্দীর মুড়া, কালচক্র এই তিনের কোন একটি কার্য্য করিবে । গত রজনীতে অামি ( মনে মনে ) বলিয়াছিলাম যে, কঁহার অধর চিত্ত সুস্থ হইবার উপায় করিবে, অন্তররাজ্য হইতে এই দৈববাণী হইয়াছিল যে, ই করিবে । হাফেজ, যদি তুমি তাঙ্কার দ্বার হইতে বাহির হইয়া ন যা ৪ তবে তিনি এক দিন এক প্রান্ত হইতে আসিয়া তোমার শিয়রে উপস্থিত হইবেন । ১৩৫ ৷ - তোমার মুখমণ্ডলের প্রতিবিম্ব যখন স্বচ্ছ পানপত্রে পতিত হুইয়াছে তখন তত্ত্বজ্ঞ লোক মদিরার আভায় নিকৃষ্ট লোভে নিপতিত হইয়াছে * { তাহার মুখমণ্ডল স্বষ্টির পূৰ্ব্বে যবনিকার অভ্যস্তরে দীপ্তি পাইতেছিল, তাহার জ্যোতির প্রতিবিম্ব পরে প্রজ্ঞার মুখে পতিত হইয়াছিল । এই সকল সুরার প্রতিবিম্ব ও বিরোধী চিত্র যে প্রকাশিত পানপত্রদাতার মুখের কিঞ্চিৎ জ্যোতি যাহা পানপাত্রে পতিত তাহাতে হষ্টয়াছে + ।

  • ইকার আধ্যাত্মিক অর্থ এই যে, যখন তত্ত্বদশী লোক তোমার প্রতিবিম্ব বাহিক প্ৰেমাস্পদদিগের রূপের উপর পন্ডিত দেপিলেন তখন তাহারা মাম্বায় মুগ্ধ হইলেন, ভাবিলেন ইহাই সৰ্ব্বস্ব ।

+ মুল্লার প্রতিবিম্ব অর্থে এস্লামধৰ্ম্ম বা আধ্যাত্মিক প্রেম, বিরোধী চিত্র অর্থে ধৰ্ম্মবিরুদ্ধ ভাব, গুরুর প্রসাজে এ সকল নিৰ্ম্মল অন্তরে উপলব্ধি হয় ।