তোমার প্রতি প্রেম সহজ নয় যে অন্তর হইতে চলিয়া যাইবে, তোমার প্রতি প্রেম বহিঃসংলগ্ন নয় যে অন্তর চলিয়া যাইবে । তোমার প্রতি প্রেম আমার শরীরস্থ এবং তোমার প্রতি ভালবাসা আমার অস্থরস্ত, তাহ মাতৃস্তন্তের সঙ্গে অন্তরস্থ হইয়াছে, প্রাণের সঙ্গে বহির হইয়া বাইবে । প্রিয়-বিরহযন্ত্রণা একপ এক যন্ত্রণ যে, তাহার চিকিৎসায় যত যত্ন করিবে তত বুদ্ধি পাইবে । - এই নগরে সেই প্রথম ব্যক্তি আমি, যে প্রতিরজনীতে আমার আৰ্ত্তনাদ গগনচুড়ায় সমুখিত হইয়া থাকে। যেহেতু আমি যে অশ্রুপাত করিতেছি তাহা জনা নদীতে নিপতিত হইবে, এরাকের কৃষিক্ষেত্র সমুদায় একবারে সিক্ত হইবে * । কলা কুঞ্চিত কুন্তলের অভ্যস্তরে এই আকারে সথার মুখমণ্ডল দর্শন করিয়াছি যে, চন্দ্রম যেন জলদজালে পরিবেষ্টিত হইয়া আছে । যদি তোমার চরণে হাফেজের সমাধি মুক্তিক সংলগ্ন হয়, তবে সেই চরণ চুম্বন করিবার জন্ত সে সমাধিগৰ্ত্ত হইতে মস্তক রাহির করিবে । ১৩৭ ৷ حب- %cors : حس۔ মুকুটধারী লোক সকল তোমার প্রমত্ত নয়নের দান, জ্ঞানবান লোক তোমার আরক্তিম অধরমদিরায় হতজ্ঞান । -
- জন্দা নদী বিশেষের নাম, উহা পারস্যের রাজধানী এসফাহান নগরের প্রান্ত দিয়া প্রবাহিত । পারস্যদেশের এক প্রদেশকে এরাক বলে, এসফাহাননগর ও খোরাসান এরাকের অন্তর্গত। জয়হন নদীও এই প্রদেশ দিয়া প্রবাহিত ।