পাতা:হাফেজ.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f รส ๖ ปี আপন কটাক্ষপাতে হত ব্যক্তির তামাসা দেখিতে এস যেহেতু সেই উপায়হীনের হৃদয় সেইরূপ দর্শনব্যাকুল আছে, যেরূপ ছিল । , আমি মনে মনে বলিয়াছিলাম যে, তোমার কৃষ্ণ কুন্তল আর পথে দ মৃত্যুবৃত্তি করিবে না ; বহুকাল চলিয়া গেল সে সেই স্বভাব ও চরিত্রে আছে, যেরূপ ছিল । , - হাফেজ যদি শুভাকাঙ্ক্ষীদিগের উপদেশ শ্রমণ করিত, তবে সে এরূপ শৃষ্ঠ হৃদয় হইয়া পড়িত না । ১৪৮। 总 & به مس - : ( ه : -- এক্ষণ নিকুঞ্জে পুষ্প প্রকাশিত হুইয়াছে, বনেফশীলতা তাহার চরণে মস্তক স্থাপন করিয়াছে । বাদ্যধ্বনি সহকারে প্রাতঃমুরা পান করিতে পাক, বাশীর সঙ্গীতযোগে পানপত্ৰিদাতার চিবুক চুম্বন কর । উদ্যানে জরদন্তের ধৰ্ম্ম প্রণালকে উজ্জীবিত কর এক্ষণ আরক্তিম লালাকুসুম নেমরুদের অগ্নি প্ৰজলিত করিয়াছে • । রজতানভানন যিশু প্রকৃতি সথার হস্তে মদিরা পান কর, অদ ও সমুদের কাহিনী পরিত্যাগ কর । । এই কুসুম বিকাশের সময়ে ধরাতল খেন উন্নত স্বর্গলোক হইয়াছে, কিন্তু উপকার কি ? তাহাতে স্থায়িত্বের সম্ভাবনা নাই ।

  • জরদস্ত অগ্নি উপালকদিগের ধর্ম পবৰ্ত্তক ছিলেন । নেমরুদ একজন ঈশ্বরবরোধী রাজা ছিলেন, তিনি ধ প্রবর্তৃক এব্রাহিমকে অগ্নিতে বিসর্জন করিয়াছিলেন । *

+ আদ ও সমুদ দুই ফুর্দিান্ত জাতি ছিল । তাহার সালেহে ও ছদ এই দুই ধৰ্ম্ম প্রবর্তকের প্রতি অত্যস্ত অত্যাচার করিয়াছিল।