পাতা:হাফেজ.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sse 1 o আমি বললাম, যে সমীরণ স্বর্গোদানের ভিতর দিয়া প্রবাহিত হয় তাহ সুখকর ; তিনি বলিলেন, “চিত্তহারীর পল্লীর ভিতর দয়া যে বায়ু প্রবাহিত হয় তাহাই সুখকর ।” আমি বলিলাম, “তোমার সুমিষ্ট অধর আমাকে কামনাচক্রে বধ করিয়াছে ; তিনি বলিলেন, “তুমি দাসত্ব করিতে থাক, যে দাস হয় তাহার মনোরথ সফল হইয়া থাকে।” অ’মি বলিলাম, দেখেছ, সুখের কাল কেমন সত্বর চলিয়া যায় ; তিনি বলিলেন, “হাফেজ, চুপ করিয়া থাক, বিষাদের ভাবও শেম হইয়া থাকে” । ১৪৭ ৷ -- :-$-; -- তত্ত্বভাণ্ডারের রত্ন যা ছিল তাহাই আছে, প্রেমভ{গু সেই মোঙ্গর ও নিদর্শন চিন্ত্রিত আছে, পেরুপ ছিল । উষাসমীরণকে জিজ্ঞাসা কর, প্রতিমুহূৰ্ত্ত পর্য্যন্ত সমগ্র রজনী তোমার কুন্তলসৌরভ সেইরূপ প্রাণের বিশ্রামদায়ক ছিল, যেরূপ ছিল । মণিমাণিক্যের প্রার্থী নহি, নচেৎ দিবা কর আ করে সেইরূপ কার্য্য করিতেছে, যেরূপ করিতেছিল * । তোমার শ্মশ্র জাল যে আমার হৃদয় শোণিতকে আচ্ছন্ন রাখিয়ছিল, তোমার আরক্তিম অধরে তাহ সেই প্রকার প্রকাশিত আছে, যেরূপ ছিল । & প্রেমিকগণ নিগুঢ় তত্বের মৰ্ম্মজ্ঞ হন, সুতরাং নয়নযুগল ক্লিাফলবর্ষ সেইরূপ আছে যেরূপ ছিল ।

  • কথিত আছে স্থৰ্য্যকিরণে কৃষ্ণ পাষাণগর্ভে লোহিত মণির উৎপত্তি হয় । >