বিষয়বস্তুতে চলুন

পাতা:হাফেজ.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৬৫ ] হে মোসলমান, এক সময় আমার এরূপ হৃদয় ছিল যে কোন সঙ্কট ঘটিলে তাহাকে বলিতাম । সেই হৃদয়সহানুভূতিকারী ও শুভাকাঙ্ক্ষী বন্ধু ছিল, সমুদায় হৃদয়বান ব্যক্তির আন্তকুল্যকারী ছিল । যখন দুঃখের আবর্তে পড়িতাম তাহারই উদযোগে কুল লাভের আশা হইত। সখার পল্লীতে আমা হইতে তাহা হারাইয়া গিয়াছে, হে ঈশ্বর, এ কি এক বিপদের ভূমি হয়। তোমরা এই আকুল জনের প্রতি অনুগ্রহ কর, এ এক সময় নিপুণ বণিক্‌ ছিল । যদবধি প্রেম আমাকে বচনবিদ্যাস শিক্ষা দিয়াছে তদবধি আমার কথা সমুদায় সভার কাহিনী হইয়াছে । যাহার গুণ আছে সে বঞ্চিত হয় না এ কথা সত্য, বিস্তু আম! অপেক্ষা অধিকতর প্রবঞ্চিত কোন প্রার্থী নহে । অন্বেষণ করিতে করিতে আমার নেত্ৰ অশ্রীরূপ মুক্তাপুঞ্জ বর্ষণ করিল; কিন্তু তাহার সঙ্গে সন্মিলনে বঞ্চিত হইলাম । পুনৰ্ব্বার বলিও না যে হাফেজ বাকপটু, , আমরা তাহাকে অতিশয় অপারগ দেখিয়াছি । ১৫৬ ৷ - 3*3 سب سے আত্মীয়গণ, রজনীর সহযোগীদিগকে স্মরণ করিও, বন্ধুতা পূর্ণ সেবার সত্ব স্মরণ করিও। যখন আশার হস্ত লক্ষ্য স্থলে পহুছে, তখন আমাদের সহবাসমুহূৰ্ত্ত স্মরণ করিও ।