পাতা:হাফেজ.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 بوسالا" " অন্ত কেহ ছিল না, এবং আমাদের সঙ্গে ঈশ্বর ছিলেন, ইহা স্মরণে থাকুক * । প্রমত্ত ভাবে মুরালয়নিবাসী ছিলাম, এক্ষণ আমার সভাতে যাহার অল্পতা তথায় তাহ পূর্ণ ছিল, ইহা স্মরণে থাকুক । হাফেজের যে অনুচুস্থ্যত মুক্তাবলী (কবিতাবলী ) ছিল, তোমার সংশোধনে তাহ! ঠিক মুবিন্যস্ত হইতেছিল, ইহা স্মরণে থাকুক। ১৭৯ ৷ ー・S :ー তোমার পল্লীর পুরোভাগে যে আমার বাসস্থান ছিল, তোমার দ্বারের ধূলীযোগে আমার নয়নের যে জ্যোতি লাভ হইয়াছিল, ইহা স্মরণে থাকুক । তোমার যাহা অস্তরে ছিল, পবিত্র সহবাসের প্রসাদে সোসন ও গোলাব কুসুমের ন্তায় সেই সত্য আমার রসনাগ্রে ছিল + । হৃদয় যখন বৃদ্ধ বুদ্ধির নিকটে ভণবরূপ মুদ্রা অন্বেষণ করিতেছিল, বুদ্ধির সম্বন্ধে যাহা দুৰ্ব্বোধ ছিল, প্রেম তাছা ব্যাখ্যা করিয়৷ বলিতেছিল। এই মায়াজালক্ষেত্রে যে অত্যাচার ও উৎপীড়ন হয় তজ্জন্ত মাক্ষেপ ; হায়! সেই নিকেতনে কি আমোদ ও সম্পদ হয় !

  • প্রেমের সভা এস্থলে সৎপথ প্রদর্শক গুরুর সভা ।

+ কোরক যাহা অন্তরে ধারণ করে তাহ সোসন কুসুম | ও গোলাবের জিহাতে প্রকাশ পায়। অর্থাৎ কলিকার অন্তরের . বর্ণ গোলাব ও সোসনের দলরূপ রসনায় দীপ্তি পাইয়া থাকে । এইরূপ তোমার পবিত্র সহবাসের প্রভাবে ঈদৃশ নিৰ্ম্মলতা আমার লাভ হইয়াছে যে, তোমার অস্তরে যে ভাব হয় আমার জিহবায় তাছা সঞ্চারিত হইয়া থাকে !