পাতা:হাফেজ.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ו ככל ] হে স্বপ্নার্থব্যাখ্যাকারিন, সুসংবাদ দান কর, গত কল্য প্রাভাতিক মধুর নিদ্রাতে প্রভাকরের সঙ্গে আমার এক গৃহে বাস ঘটয়াছিল । তত্ত্ব ভূমির যে স্থানে আমি ভ্রমণ করিয়াছি, দৃষ্টতঃ তাছাতে আরামের বিচ্ছেদ ঘটিয়াছিল । যদি শাহ নসরোদিনের ধৰ্ম্মরক্ষা ও রাজ্য শাসনকার্য্যে অমুরাগ না থাকিত, তাছা হইলে বিশৃঙ্খল ঘটিত • । - হাফেজ যে মুহূৰ্ত্তে এই বিক্ষিপ্ত কবিতা লিখিতেছিলেন তখন তাহার অনুরাগপক্ষী ঔৎসুক্যজালে বদ্ধ হয়েছিল । ১৮১ । - ? س-? ہ আমার সথা যখন পাত্র হস্তে ধারণ করেন, তথম রূপবান: দিগের গৌরবের বাজার ভগ্ন হইয়া যায়। মৎস্তের দ্যায় সাগরে নিমগ্ন হইয়াছি, সম্ভবতঃ সখা আমাকে ( কুন্তলরূপ ) জাল দ্বারা ধরিবেন। আমি আৰ্ত্তনাদ ক’লত ত; স্থার চরণে পতিত হইয়'ছি, সম্ভবতঃ তিনি হস্তাবলম্বন করিবেন } ● যে ব্যক্তি ঠাহার চক্ষুর দিকে দৃষ্টি করিয়াছে স্ট্রে বলিয়াছে, প্রমক্তকে গেরপ্তার করে এমন শাসনকর্তা কোথায় ? - ~ ~মনের আনন্দ এই যে, হাফেজের স্যার ব্যক্তি ঐশ্বরিক মুরার পাত্র ধারণ করিয়া থাকে । হৈ মন, লিথ, কাগজ আনয়ন কর, সেই রূপবানের নিকটে পত্রিকা প্রেরণ কর ।

  • শাহ নসরোদিন পারস্ত দেশের রাজ ছিলেন । ,