পাতা:হাফেজ.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৯• ] লক্ষ লক্ষ কুসুম বিকশিত হইয়াছে, একটি পক্ষীর ও শব্দ নাই, বোলবোলের কি অবস্থা ঘটিল, তাহার কি হইল ? : পুরুষত্ত্বের আকর হইতে বহু বংসর একটি মাণিক্য নির্গত হইতেছে না, স্বর্য কিরণ ও মেঘবৃষ্টির চেষ্টায় কি হইল * ? স্বগগায়িকা জোহরা আপন বাদ্য যন্ত্র গ্রহণ করিতেছে ন}, সম্ভবতঃ তাহার বাদ্য দগ্ধ হইয়াছে, কেহই মত্ততার অনুরাগ রাখে না, সুরাপায়াদি গর কি হইল ? - কেহ বলে না যে, কোন বন্ধু বন্ধুতার স্বত্ব রক্ষা করিয়াছেন, সত্যদশাদিগের কি অবস্থা ঘটিল এবং বন্ধুদিগের কি হইল ? আমুকুল ও অলৌকিকতার ক্রীড়াবৰ্জুল মধ্যস্থলে নিক্ষিপ্ত হইয়াছে, কেহই ক্রীড়াক্ষেত্রের দিকে অগ্রসর হইতেছে না, ক্রীড়াপ্রিয় আরোহীদিগের কি হইল ? হাফেজ, ঐশ্বরিক তত্ত্ব কেহ জানে না, চুপ কর, কাহাকে প্রশ্ন করিতেছ যে, কালচক্রের গতি কি হইল ? ১৮০। • —):-t(— দুই একটি পানপত্র গতকল্য প্রাতঃকালে আমার ঘটিয়াছিল, পানপাত্রদাতার অধর হইতে স্বরা আমার রসনেন্দ্রিয়ে ঘটিয়াছিল । প্ৰমত্ত হইয়া পুনৰ্ব্বার যৌবনবন্ধুর সঙ্গে সন্মিলন চাহিতেছিলাম, কিন্তু পরিত্যাগ ঘটিয়াছিল । w পানপাত্রদাতা, মুহুমুহু পানপাত্র পরিবেশন কর, পথে যাজুর যে ব্যক্তি প্রেমিকের দ্যায় প্রমত্ত না হইয়াছে, তাহার কপটতা ঘটিয়াছে। s

  • কথিত আছে যে স্বৰ্য্য কিরণে ও বিশেষ অবস্থায় বারি বর্ষণে রত্নাদি উৎপন্ন হয় ।