পাতা:হাফেজ.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ b ) শাৰককে আমার এই কথা বল যে, তুমিই গিরি প্রান্তরে আমাকে ঘুরাইতেছ। প্রফুল্ল পুষ্প, সৌন্দৰ্য্যগৰ্ব্ব বুঝি তোমাকে উন্মত্ত বোল বোল পক্ষীকে সম্ভাষণ করিতে অনুমতি করিতেছে না। সূক্ষ্মদর্শী লোকদিগকে ও প্রকৃতির সৌন্দর্য্যে আবদ্ধ করা যায়, চত্বর পক্ষীকে জালেতে বাধা যায় না। যখন সখীর সঙ্গে উপবিষ্ট হইবে ও পান করিবে তখন পানপ্রিয় বন্ধুদিগকে ও স্মরণ করি ৪ । আমি জানি না যে, কি কারণে সবলতমু নীলনেত্র চন্দ্রোজ্জলললাট পুরুষদিগের মধ্যে ভালবাসার লাবণ্য নাই । রমণীয় মুখম গুলে অনুগ্রহ ও প্রতিপূর্ণতার তিলাঙ্ক নাই, তোমার রূপে এতন্মাত্র ভিন্ন দোষ বলা যাইতে পারে না । যদি হাফেজের উক্তি অনুসারে সুরাঙ্গনার সঙ্গীত স্বর্গে যি স্থদেবকে নাচাইয়া তোলে আশ্চর্য কি ? ১০ । —)*(– হে মুরাদাতা, উঠ, সুরাপাত্র দান কর, মনোবেদনার মস্তকে ধূলি নক্ষেপ কর । পানপাত্র আমার হস্তে স্থাপন কর, তাহ হইলে কপট বৈরাগ্য আচ্ছাদন আমি গাত্র হইতে উন্মোচন করিব । যদিচ বুদ্ধিমান লোকদিগের নিকটে আমার দুর্ণাম, কিন্তু আমি নাম যশ ইচ্ছা করি না । সুরা দান কর, আর কত দিন অহঙ্কারবায়ু মলিন জীবনের উপর ধূলি বৰ্মণ করিৰে।