পাতা:হাফেজ.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २२ ] আজ রজনীতে জাগ্ৰত ভাগ্যবশতঃ শৰেকদরের পুণ্য আমার হস্তগত হইয়াছে * । আমি আজ রজনীতে এরূপ উদ্যত হইয়াছি যে, শিরচ্ছেদন হইলেও তত্ত্ব ভাণ্ডারের আবরণ উন্মুক্ত করিব। তুমি সম্পদশালী আমি জকাত পাইবার উপযুক্ত, সৌন্দৰ্য্যসম্পদেব প্রাপ্য জকা ত দান কর আজ রাত্রিতে আমি তাহার স্বত্বাধিকারী । ভয় পাইতেছি, আজ রজনীতে যেরূপ মত্ততায় মস্তক আক্রান্ত হইয়াছে, হাফেজ বা বিহবল হইয় পড়িয়া যায়। ১৫ । –)*(– t সম্পদের উষা সমুদিত, অরুণভূল্য পানপত্র কোথায় ? ইহা অপেক্ষা সুসময় কবে হইবে ? সুরাপাত্র দান কর । গৃহ শান্তিপুর্ণ, সুরাদাতা সখী, রসিক পুরুষ সরসভাষী, আমোদের ও পান পাত্রপরিবেশনের সময় এবং যৌবন কাল উপস্থিত । বিষ্কৃত হইয়া “আনল হক” বলিতেন। তজ্জ্বল্প-লোকেরা ঈশ্বর বিরোধী কাফের ভাবিয়া তাহাকে অস্ত্র দ্বারা থ গু খ গু করে । কথিত আছে, তাহার ছিন্ন দেহ হইতে নিপতিত শোণিতবিন্দু সকল ভূতলে “অনল, হকৃ” শব্দ অঙ্কিত করিয়াছিল।

  • “শবেকদরের অর্থ সম্মানিত রজনী। রমজান মাসের সপ্তবিংশতি রজনী শবেকদর । মোসলমানদিগের শাস্ত্রমতে সহস্র মাসের তপস্যা অপেক্ষ এই রাত্রিতে তপস্তার পুণ্য অধিক ।

আয়ের চল্লিশ ভাগের এক ভাগ ধৰ্ম্মার্থ দরিদ্রদিগকে দান করা জকাত। প্রত্যেক ধৰ্ম্মানুষ্ঠানে মোসলমান জকাত দানে ब्रांथा ।