পাতা:হাফেজ.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ to পানপত্রদাতা এস, সখা মুখের আবরণ উন্মোচন করিয়াছেন, নির্জনবাসীদিগের আলোকের ক্রিয়া পুনৰ্ব্বার চলিয়াছে। সেই উন্নতশীর্ষ দীপ পুনরায় রূপ সমুজ্জল করিয়াছে, এবং সেই বর্ষীয়ান পুরুষ নবযৌবন প্রাপ্ত হইয়াছে। প্রেম সেই ইঙ্গিত করিয়াছে যে, বিধিবাদী পথ হইতে চলিয়া গিয়াছে, এবং সখা সেই অনুগ্রহ করিয়াছে যে, শক্ৰ সঙ্কুচিত হইয়াছে । দুঃখের ভার আমার হৃদয়কে অবসন্ন করিয়াছিল, ঈশ্বর এক যিশু প্রকৃতিকে পাঠাইয়াছেন ও তিনি ( সেই ভার দূর ) कब्रिग्राप्झ्न । - যে রূপবান লোক চন্দ্র স্বর্ঘ্যের প্রতি স্বীয় সৌন্দৰ্য প্রদর্শন করিতেছিল, যখন তুমি আগমন করিলে সে অন্ত কার্য্যের অনুসরণ করিল। - এক সুন্দর কথা শুনিয়াছি, কেনানদেশীয় গুরু বলিয়াছেন যে, সখার বিচ্ছেদ এরূপ করে না যে বলিয়া উঠা যাইতে পারে। নগরের উপদেষ্ট প্রলয় দিবসের ভয়ের বিবরণ যে বলিয়াছেন, উহা বিরহকালের একটী নিগৃঢ় কথা বলিয়াছেন। দেশান্তর গত সখার তত্ত্ব পুনরায় কাহাকে জিজ্ঞাসা করিব ? প্রাতঃসমীরণ যাহা বলিয়াছে এলোমেলে বলিয়াছে। আক্ষেপ যে নিৰ্দ্দয়চন্দ্ৰম সখাশক্র বন্ধুদিগের সঙ্গ পরিত্যাগে প্রবৃত্ত হইয়া কেমন সহজে বলিলেন যে, “তোমরা পুরাতন শোককে পুরাতন স্বরাষোগে নিবারণ কর, যেহেতু এক গ্ৰাম্য বৃদ্ধ বলিয়াছে ইছাই চিত্ত প্রফুল্লতাসাধনের বীজ ।” অতঃপর আমি, আর সন্তোষভুমি এবং প্রতিদ্বন্দীর প্রক্তি