পাতা:হাফেজ.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ te 1 তুমি সুমন। গতিতে চলিতেছ, তোমা হইতে কুদৃষ্টি দূর হউক, আমি মনে এই ভাব পোষণ করিয়াছি যে তোমার চরণে প্রাণ झेिव । যদিচ নিভৃত স্থানে তোমার সঙ্গে হাফেজের মিলন নাই, তামার সমুদয় স্থানই সুখদ, সকল স্থানে তোমার সাক্ষাতে প্রাণ দিব । ৫৮ ৷ 一:()名一 - এক্ষণ যে উদ্যান হইতে স্বৰ্গীর সুমন বায়ু প্রবাহিত হইতেছে, ( এক্ষণ ) আমি আর আনন্দ প্রদ মুরা এবং দেব প্রকৃতি সখা । পুষ্পবন স্বর্গের সমাচার বলিতেছে, সে বুদ্ধিমান নয় যে নগদ পরিত্যাগ করিয়া ধারে ক্রয় করে • । এই জগৎ অসার, সুরারসে আমার হৃদয়কে অভিষিক্ত কর, আমার দেহমুত্তিকাযোগে ইষ্টক প্রস্তুত কর, এই কামনা । পাপের জন্য মাদৃশ প্রম স্তকে ভংসন করিক্ত না, কে জানে তাহার ভাগ্যে বিধি কি লিখিয়াছেন । অদ্য ভিক্ষুক কেন রাজত্বের স্পদ্ধা করিবে না ? যেহেতু তাহার পটমণ্ডপ বারিদছায়া, ক্ষেত্রের প্রান্ত সভাস্থল। হাফেজের অস্ত্যেষ্টিক্রিয়ার গমনে চরণকে সঙ্কুচিত করি ও না, মদিচ সে পাপে নিমগ্ন ছিল, কিন্তু স্বর্গলোকে যাইতেছে। ৫৯। উচিত যে তুমি সমুদায় চিত্তহারী হইতে শুদ্ধ গ্রহণ কর, যেহেতু তুমি সমস্ত রূপবানদিগের মস্তকোপরি মুকুটম্বরূপ।"

  • পারলৌকিক স্বর্গের আশ য় উপস্থিত বাসস্তি আমোদ বিসর্জন করে ।