পাতা:হাফেজ.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 4, 1 মন, শক্রর কটুক্তিতে দুঃখিত হইও না, নিশ্চিন্ত থাক, যেহেতু আমার আশাপূর্ণ হৃদয়ে অকল্যাণ পহুছে না। এরূপ জীবন ধারণ কর যে, যদি পথের ধূলি হও তোমার জন্ত যেন কাহার অস্তরে মালিন্ত না পহুছে । হাফেজ দগ্ধ হইয়াছে, শঙ্কিত আছি যে তাহার বিশেষ বৃত্তান্ত বা আমার সিদ্ধকাম রাজার কর্ণগোচর না হয়। ৭০ ৷ এস, মহারাজের বিজয়বৈজয়ন্তী পহুছিয়াছে, জয়ধ্বনি ও সুসমাচার চন্দ্রস্থর্ষ্যে পহুছিয়াছে। ভাগ্য শ্ৰী বিজয়ের মুখ হইতে আবরণ উন্মোচন করিয়াছে, বিচারার্থীর আর্তনাদে মহান্তায়বিচার পহুছিয়াছে । 4 এক্ষণ কালের গতি শুভ হইবে, যেহেতু চন্দ্রমা আসিয়াছেন, এক্ষণ জগতের মনোরথ সিদ্ধ হইবে, যেহেতু রাজা পহুছিয়াছেন । হৃদয় ও প্রজ্ঞার অনুযাত্রিগণ এক্ষণ দম্যসম্বন্ধে নির্ভয় হইবে, সেহেতু পথ প্রদর্শক পহুছিয়াছেন। বসন্তসমীরণ, বল যে, এই প্রিয়বিরহশোকে জলন্ত হৃদয়াগ্নি ও হায় ! হায় ! ধ্বনিরূপ বিদ্যুৎ হইতে কি সকল অবস্থা আমার উপরে পহুছিয়াছে। সখে, তোমার মুখাবলোকনের অন্তরাগে এই বিরহবন্ধনে অগ্নি চষ্টতে তৃণপত্রে যাহা পহুছিয়া থাকে উহা আমার • প্রতি পহুছিয়াছে । { সচেতন থাক, যেহেতু হাফেজ অৰ্দ্ধনিশার স্থচিন্তা এবং প্রাভাতিক অধ্যয়নের প্রভাবে মন্দিরে গৃহীত হইয়াছে । আমার হৃদয় যে তত্ত্বের ভাণ্ডারে ছিল, বিধির হস্ত তাহার