পাতা:হাফেজ.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তোমার শুকু সমুৎসুক চিকিৎসকদিগের ক্রিয়াধীন না হউক তোমার কোমল দেহ দুঃখে আক্রান্ত না হউক । তোমার স্বাস্থ্যে জগতের স্বাস্থ্য, কোন পীড়ায় তোমার দেং নিপীড়িত না হউক । যখন এই কুঞ্জবনে হৈমস্তিক বায়ু লুণ্ঠন করিতে আইসে উন্নত তমুরূপ সরল তরুতে তাহার গতি না হউক । যে সভায় তোমার রূপ প্রকাশ পায়, তথায় কুপ্রিয় ও কুদৃষ্টি লোকদিগের সাহঙ্কার ৰাক্যের অধিকার না হউক । ( গুরো, ) তোমার উচ্চভাবের প্রসাদেই বাহ ও অন্তরিক সৌন্দর্য্য হয়, তোমার বহির্ভাগ মলিন ও তোমার অন্তর ক্ষুঃ ন হউক । t যাহার তোমার চন্দ্রমাতুল্য বদন কুদৃষ্টিতে নিরীক্ষণ করে, দুঃখের অনলে দগ্ধ হওয়া ব্যতীত মুখ শুভ্র না হউক । হাফেজের অমৃতবৰ্ষী বচনে আরোগ্য অন্বেষণ কর, গোলাপ ও শর্কর মিশ্রিত ঔষধে তোমার প্রয়োজন না হউক । ৭৮ ৷ সথার রূপ ব্যতীত প্রাণ পৃথিবীর আকাঙ্ক্ষা করে না, যে ব্যক্তির এই সখী নাই, বস্তুতঃ তাহার পৃথিবীর কিছুই নাই। সেই মনোহারীর চিহ্ন কাহারও মধ্যে দেখি নাই, হয় আমি জ্ঞাত নহি, কিম্ব সে চিহ্ন রাখে না । এই পথে প্রত্যেক শিশিরবিন্দুতে শত অগ্নিময় তরঙ্গ আছে হঃখ যে, এই প্রহেলিকার ব্যাখ্যা ও বর্ণনা হয় না। ধৈৰ্য্যের ভূমিকে হস্তচু্যত করিতে পারা যায় না, হে উষ্ট্রচালক, রশ্মি সংযত কর, কারণ এই পথের শেষ নাই।