পাতা:হাফেজ.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'[ to J হাফেজ প্রাণের সহিত তোমার বদনের অনুrাগী, অনুরাগীর অবস্থার প্রতি তোমার দৃষ্টিপাত হউক । ৮১ ৷ তোমার মুখমণ্ডলের দ্যায় চন্দ্র স্বৰ্য্য উজ্জ্বল নহে, তোমার তমুর ন্যায় কোন সরল তরু উদ্যানে নাই । তোমার দশন ও অধরের ন্যায় মনের প্রফুল্লতা সাধনে সাগরে কোন মুক্তা, আকরে কোন লোহিত মণি নাই । তোমার কৃষ্ণ শ্মশ্ররেখার মধ্যে মধুর অধরোষ্ঠের ন্যায় অমৃত প্রস্রবণ ও নয়, আশ্চর্য্য ! তোমার তমুর সঙ্গে কোন তমুর তুলনা হয় ? ঈশ্বরের শপথ, শুদ্ধ শরীরে নয়, তোমার সাদৃশ্য কোন প্রাণেও হয় না। বিরহরজনীর কাহিনী এরূপ গ্লানির ভাবে পূর্ণ যে, তাহার কিঞ্চিৎ বর্ণনায় শত পুস্তিক রচিত হয় । অধম কালের ভোজ্যপাত্রে আশা করি ও না, শত ক্রোধ ও বিরক্তি ব্যতীত এক গ্রাস ও তাহা হইতে বাহির হয় না । মহা প্লাবনের কষ্টে প্রেরিত পুরুষ মুহের ন্যায় যদি তোমার ধৈর্য্য হয়, তবে বিপদ বিদূরিত হইবে, সহস্ৰ বৎসরের কামনা পূর্ণ হইবে । বাস্তৰিক চেষ্টা যত্নে লক্ষারূপ মুক্তাফলের নিকটে উপনীত ইতে পারা যায় না, মনে হয় যে, এই কাৰ্য্য বিধির নির্বন্ধ ব্যতীত সিদ্ধ হইয়া থাকে। তোমার দর্শনের স্বমন্দ বায়ু যদি হাফেজের সমাধির উপরে প্রবাহিত হয় তবে তাহার মৃংপূর্ণ দেহ হইতে সহস্ৰ সহস্র নিনাদ निङि श्रिब ।। ७२ ।।