পাতা:হাফেজ.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I be 1 আমার অশ্রুপাতকে অসম্মান করিও না, উহা বায়ুর স্তায় দ্রুত প্রবাহিত হইতেছে, এবং ধূলিতে লুষ্ঠিত হইতেছে। " যখন আমি তোমার মুখচন্দ্র কুঞ্চিত কুন্তলের নিম্নে দর্শন করিতেছিলাম, তখন তোমার মুখমণ্ডলের প্রভাবে আমার রজনী দি বসে পরিণত হইতেছিল । আমার প্রাণ ওষ্ঠাগত হইয়াছে, এবং মনোরথ সিদ্ধ হয় নাই ; আমার আশা শেষ হইয়াছে, এবং অন্বেষণ শেষ প্রাপ্ত হয় নাই । ওহে কালের পরিবর্তনে অtশা করিও না যে, শুভগ্রহ উষার স্থায় পৃথিবীর অভিমুখে এইরূপ হাস্ত করিবে । তোমার অধরের অসুরাগে হাফেজ কয়েকটি কবিতা লিখিয়াছে, তাহার কবিতা তুমি পাঠ কর, এবং মুক্তার দ্যায় কর্ণে ধারণ কর । ৮০ ৷ ー3)*(3ー তোমার রূপ সকল নয়নের পক্ষে স্বৰ্য্য হউক, তোমার সুন্দর মুখ সৌন্দর্য্যে সুন্দরতর হউক । যে মন তোমার কুঞ্চিত কুম্ভলে সমৃদ্ধ নয়, তাহা হৃদরের শোণিতে নিয়ত নিমগ্ন হউক । যখন তোমার মধুর আরক্তিম অধর চুম্বন দান করিবে তখন আমার প্রাণের রসনেন্দ্রিয় মধুময় হউক । অনুক্ষণ তোমাতে আমার নুতন প্রেমের উদয়, ময়ুক্ষণ তোমার নুতনরূপ হউক । ছে সুন্দর প্রতিমা, যখন তোমার, কটাক্ষ শর বিকীর্ণ করে, তখন আমার আহত হৃদয় তাহার সম্মুখে ঢালস্বরূপ হউক ।