পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*a অদিপুস্তক। [৩ অধ্যায় । এবং তুমি তাহার পাদমূলে আঘাত করিব । ১৮ ১৬ পরে তিনি নারীকে কহিলেন, আমি তোমার প্রসব বেদনার অতিশয় বৃদ্ধি করিব, তাহাতে তুমি অতি কষ্টেতে সন্তান প্রসব করিবা ; এবং, স্বামির অধীনী ১৭ হইয় থাকিলে,* সে তোমার উপরে কর্তৃত্ব করবে। অনন্তর তিনি আদম্কে কহিলেন, যে বৃক্ষের ফল ভোজন করিতে আমি তোমাকে নিষেধ করিয়াছি, তুমি স্ত্রীর কথা শুনিয়া সেই বৃক্ষের ফলভোজন করিল। এই নিমিত্তে ভূমি অভিশপ্ত হইল তুমি যাবজ্জীবন ক্লেশ পাইরা তাহার শস্যাদি ভোজন করিব । এবং • ১৮ তাহাতে সেয়াল কাটা ও নানা কণ্টক বৃক্ষ জন্মিবে , ১৯ এবং তুমি ক্ষেত্রের ওষধি ভোজন করিবাr এবং যে মৃত্তিক হইতে জলিয়াছ, যাবৎ তাহাতে লীন না হও, তাবৎ ঘৰ্ম্মাক্ত মুখে আহার করিলা কেননা তুমি স্কৃত্তিক, এবং পুনশ্চ মৃত্তিকাতে লীন হইব। পরে ২• আদম্ ঐ স্ত্রীর নাম হব। (অর্থাৎ জীবন) রাখিল, ২১ কেননা সে তাবৎ সজীব লোকের মাতা। পরে প্রভু পরমেশ্বর চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া আদম্কে ও তাহার স্ত্রীকে পরিধান করাইলেন। ১৯ ২২ অনন্তর প্রভু পরমেশ্বর কহিলেন, দেখ, মনুষ্য ভাল মন্দ জ্ঞান পাইয়া আমাদের একের মত হইল এখন

  • (বা) স্বামির প্রতি তোমার ইচ্ছ। থাকিলে। } ( বা) সেজন্মাইরে ।