পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ।] আদিপুস্তক , ఆ3, সে যেন হস্ত বিস্তারকরিয়া অমৃত বৃক্ষের ফল পাড়িয়া ২৩ ভোজন করিয়া অমর না হয়, এই নিমিত্তে প্রভুপরমে শ্বর তাহাকে এদনের উদ্যান হইতে দুর করিয়াতাহার উৎপাদক মৃত্তিকাতেকৃষি কৰ্ম্ম করিতে তাহাকে নিযুক্ত ২৪ করিলেন । এই ৰূপে তিনি সেই মনুষ্যকে দূর করিয়া অমৃত বৃক্ষের পথপ্রক্ষণ করিতে এদন উদ্যানের পূর্ব দিগে ঘুর্ণায়মান তেজোময় খড় গধারি স্বৰ্গীয় কিন্ধবৃগণকে রাখিলেন । ২• ৪ অধ্যায় | ১ কাবিল ও হাবিলের বৃত্তচন্ত, ৯ ও হাবিলকে বধ করণ প্রযুক্ত কাবিলের প্রতি অভিশাপ, ১৬ ও কাবিলের বংশাবলী; ২৫ ও শেৎ ও হনোকের জন্ম । ১ অপর আদম্ আপন স্ত্রী হবাতে উপগত হইলে সে গৰ্ত্তবর্তী হইয়া কাবিল (অর্থাৎ লাভ) নামক এক পুত্ৰ প্রসব করিয়া কহিল, পরমেশ্বরহইতে আমার এক পুত্র ই লাভ হইল। পরে সে হাবিল্‌ (অর্থাৎ অলীক) নামে তাহার সহোদরকে প্রসব করিল, ঐ হাবিল মেষপালক ওঁ ও কাবিল ক্লযক ছিল । অপর কালানুক্রমে কাবিলু ৪ প্রভুর উদ্দেশে অপেন কৃষি কর্মের ফল উৎসর্গ করিল। , এবং হাৰিল জ্ঞাপন পলের + প্রথম জাত হৃষ্টপুষ্ট পশু উৎসর্গ করিল। কিন্তু পরমেশ্বর কাবিলকে ও ৫. তাহীর উৎসৃষ্ট বস্তু অগ্রাহ্য করিয়া হাল্লিকে “3

    • (ব।) মেষের বা ছাগের ।