পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 3. 钱 ぐう e >> ১২ { তাদি পুস্তক । [৪ অধ্যায় میته چه তাহার উৎসৃষ্ট বস্তু গ্রাহ্য করিলেন, এই নিমিত্তে < কাবিল ক্রুদ্ধ হইয় বিষন্ন বদন হইল । তাছাতে পর মেশ্বর তাহকে কছিলেন, তুমি কেন ক্রোধ করিলা ? ও কেন বিষন্ন বদন হইল ? যদি সৎকৰ্ম্ম কর, তবে কি গ্রাহ্য হইব। * না? আর যদি সংক্রিয়া না কর, তবে পাপ দ্বারে থাকে, তোমার ভাত তোমার বশীভূত থাকিবে, ও তুমি তাহার উপরে কত ত্ব করিব । অপর কবি আপন ভ্যতার সহিত কথোপ কথন করিল ; পরে তাহার ক্ষেত্রে গেলে ১ কাবিল অক্রেমণ করিয়া আপন ভুত হাবিলকে বধ করিল | ২১ অনন্তর পরমেশ্বর কাবিলকে জিজ্ঞাসা করিলেন, তোমার ভাত হাবিল কোথায়? তাছাতে সৈ, উত্তর করিম, আমি জানি না; আমি কি আপনার ভ্রাতার রক্ষক? তাহতে তিনি কহিলেন, তুমি কি করিলা ? তোমুর ভাতার রক্ত ভূমি হইতে আমার প্রতি উচ্চৈঃস্বর করিতেছে । অতএব যে ভূমি তোমার হস্তদ্বারা হত ‘ভাতার রক্ত পান করিয়াছে, সেই ভূমিতে তুমি অভিশপ্ত হইলা । তাহাতে কৃষিকৰ্ম্ম করিলে ও বহুশস্য উৎপন্ন হইবে না, এবং পৃথিবীতে ১৩ . পর্য্যটনকারী ও ভ্রমণকারী হইবা । তাছাতে,

  • (বা তোমার মঙ্গল হইবে। (বা পাপ বলি ।

ট্রব্র তাহর ইচ্ছ। তোমার প্রতি . (বা থাকিলে।