পাতা:Official Languages Act, 1963.djvu/১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

রেজিস্ট্রি নং ডি. ২২১

ভারতের গেজেট

অসাধারণ

ভাগ ২—অনুচ্ছেদ ১

কর্তৃপক্ষ দ্বারা প্রকাশিত



নং ১৬] নতুন দিল্লি, শনিবার, মে ১১, ১৯৬৩/বৈশাখ ২১, ১৮৮৫



বিধি মন্ত্রক

(বিধান বিভাগ)

নতুন দিল্লি, ১১ই মে, ১৯৬৩/বৈশাখ ২১, ১৮৮৫ (শকাব্দ)

সংসদের নিম্নলিখিত আইন ১০ই মে, ১৯৬৩-তে রাষ্ট্রপতির সম্মতি লাভ করেছে এবং এতদ্দ্বারা একে সাধারণ জ্ঞানের জন্য প্রকাশ করা হয়েছে:—

সরকারি ভাষা আইন, ১৯৬৩


১৯৬৩-এর নং ১৯
[১০ই মে, ১৯৬৩]

সংঘের সরকারি উদ্দেশ্যের জন্য, সংসদে ব্যবসার লেনদেননের জন্য, কেন্দ্র ও রাজ্য আইনের জন্য এবং উচ্চ আদালতের কিছু উদ্দেশ্যের জন্য ব্যবহার করা যেতে পারে এমন ভাষার জন্য প্রদত্ত একটি আইন।

নিম্নলিখিত আকারে এটি ভারতীয় প্রজাতন্ত্রের চতুর্দশ বছরে আইনসিদ্ধ হবে:—

সংক্ষিপ্ত শিরোনাম, ব্যাপ্তি ও আইনসিদ্ধকরণ। ১. () এই আইনটি সরকারি ভাষা আইন, ১৯৬৩ নামে পরিচিত হতে পারে।

() জানুয়ারি ১৯৬৫-এর ২৬তম দিনে অনুচ্ছেদ ৩ বলবৎ হবে এবং সরকারি গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার যে তারিখ মনোনয়ন করবে সেই তারিখে এই আইনের বাকি বিধান বলবৎ হবে এবং এই আইনের বিভিন্ন বিধানের জন্য বিভিন্ন তারিখ মনোনয়ন করা যেতে পারে।

সংজ্ঞাসমূহ। ২. এই আইনে অন্যথা প্রসঙ্গের প্রয়োজন না হলে,-

() অনুচ্ছেদ ৩-এর সম্পর্কে "মনোনীত দিন" বলতে জানুয়ারি ১৯৬৫-এর ২৬তম দিনকে বোঝায় এবং এই আইনের অন্য কোনো বিধানের সম্পর্কে এটি যে দিনে সেই বিধান বলবৎ হবে সেই দিনকে বোঝাচ্ছে;
() "হিন্দি" বলতে দেবনাগরী লিপিতে হিন্দি বোঝায়।
১৯১