পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবের আশীর্ব্বাদ। রাজার মাত্র ছয় মাস কাল আয়ু। প্রজাদের ধর্ম্ম-পূজা। বঙ্গ-সাহিত্য-পরিচয়। শিবকে দেখিয়া রায়তজন করে পরণাম। গলে বস্ত্র বান্ধিয়া করে পরণাম॥ জীও জীও রায়ত ধর্ম্ম দেউক বর। (১) যত গুটি সাগরের বালা এত আরিকবল॥ (২) কেনে কেনে রায়ত সকল আইলেন কি কারণ। কেমন বুদ্ধি করি কেমন চরিচর। অসতি রাজা হইল রাজ্যের ভিতর॥ ধেয়ানে বুড়াশিব ধেয়ান কৈরা চায়। ছয় মাসের পরমাই রাজার কপালে নাগাল পায়॥ মোর কথা কন যদি ময়নার বরাবর। কৈলাস ভুবন মোর কৈৰ্বে লণ্ড ভণ্ড॥(৩) এক সত্য দুই সত্য তিন সত্য হরি। তোমার কথা যদি কওঁ (৪) মহাপাপে মরি॥ যেত রায়ত জন পরামর্শ করিয়া। শ্রীফলের হাঠত লাগিয়া যান চলিয়া॥ ধূপ সিন্দুর লেন পাতিল (৫) ভরিয়া। হাস কৈতর লেন খাঞ্চ (৬) ভরিয়া। ধওলা (৭) পাঠা লেন রশী সাইঙ্গ (৮) করিয়া। রবিবার দিন নিরা (৯) থাকিয়া পারণী গঙ্গা যান চলিয়া॥ ধর্ম্মরে থান (১০) গঙ্গা কিনারে বান্ধিয়া। ধওলা পাঠা দেন বালুছেদ (১১) করিয়া॥ (১) শিব বলিতেছেন, হে প্রজাগণ, তোমাদিগকে ধর্ম্ম (বুদ্ধ) বর প্রদান করুন। (২) সমুদ্রের বেলা-ভূমিতে যত বালুক আছে, তত বৎসর তোমাদের আয়ুর বল হউক। (৩) আমি যে কথা বলিলাম, ইহা যেন ময়নামতীর (রাজার স্ত্রীর) নিকট না বলা হয়, তাহা হইলে সে কৈলাস লণ্ড ভণ্ড করিবে। (৪) কওঁ= কহি। (৫) হাড়ী। (৬) খাচী। (৭) ধবল। (৮) বংশ-দণ্ডে ঝুলাইয়া। (৯) নিরা=উপবাসী। সম্ভবতঃ নিরন্থ শব্দ হইতে উদ্ভূত। (১০) স্থান। (১১) বালুছেদ =বলি=ছেদন।