পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ হাড়িপা গুরু। হাঁড়িপার পূর্ব-জন্মবিবরণ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। যে বল হাড়িপা তোর খটহ বাড়ী তাটা। (১) তাহাক সেবা করি তুই বেণীপাদে নুটী॥ যেবে প্রছন্ন (২) তোতে হইল কুমার। যম কাল ফাসরু (৩) বঞ্চিবু চিরকাল॥ নৃপতি বৈলে যেবে সিদ্ধ সে পুরুষ। নীচকুলে জাত কিংবা হুইলা অবশু। গৃহকর্ম্ম করি মৃত্যু মগুড়র। প্রভাতহু বাড়ী তাটা খটই মোহর॥ (৪) তাহার চরণ মুহি বোসন্তে ধরিবি। অকারণ হইলে জীবন হারাইবি॥ (৫) | মুকুতা দেই বইলে শুন মারে বাই। শাপে মনু কর্ম্মে সে জনম হুয়াই॥ নয় যুগ কালে এ যে মহাতপ কলা। ইন্দ্রপদ লেবাকু মনো বাড়াইলা। (৬) ব্রহ্মাকু মড়াই (৭) বর মাগিলাকো যহু বেদ বড় নাথে যে প্রসন্ন হেলে তাহু॥ বৈলে হে ব্রহ্মাণতু ঘোর তাপ থিৰু। সাঠিয়ে সহস্র বরষ অগ্নি যে লাইবু॥ | প্রথমুহু দুই পাদে লগই অনল। জড়ই শরীর তারো হইব বিকল॥ নাভি মণ্ডলরে অগ্নি লাগিবে বা যহু। আ বৈকুল দেহী চনকিলা তাহু॥ আজ্ঞা দেলে বেদ বর নিসত হইলু। তোহো পড়া তগি মল্লি সতি না পারিলু॥ ঘেণ ঘেণ শাপে বোলি বুলই বিধাত। বঙ্গদেশে হাড়ি ঘরে হইবু তু জাত ৷ (১) যে হাড়ি তোমার বাড়ীতে খাটে। (২) প্রসন্ন। (৩) পাসরিয়ে। (৪) প্রভাত হইলে যে আমার বাড়ীতে খাটে। (৫) অকারণ = অকর্ত্তব্য। অর্থাৎ, হাড়িপাকে গুরু স্বীকার করা অকর্ত্তব্য মনে করিলে জীবন হারাইবে। (৬) এই হাড়িপা ৯ যুগ কাল মহাতপস্যা করিয়া ইন্দ্রপদ লইবার সংকল্প করিয়াছিল। (৭) মড়াই = নিকট।