পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল—বিজয় গুপ্ত—খ্রঃ ১৫শ শতাব্দী। ২০৫ লখীন্ধরের বিবাহ যাত্রা। অত্যধিক বল চাদর কি কব অধিক। তিন হাজার চলিয়াছে গন্ধবণিক। চৌদ্দ শত চলিয়াছে কুলীন স্বজন। তিন শত ভাট চলে নয় শত ব্রাহ্মণ॥ শুক্ল বস্ত্র পরিধান মাথায় ফুলের ডালি। বিয়া দেখিতে চলে নয় শত মালী॥ তের শত গাবর পাইক মাথায় সবার বোঝা। দুই শত চলিয়াছে গারুড়িয়া (১) ওঝা। পট্টবস্ত্র পরিধান বড় দেখি শোভা। এক চাপে চলিয়াছে শত শত ধোপা॥ সারি দিয়া কটক চলিছে হাতাহাতী। বারশত যুগ চলে তের শত তাতী ৷ চারিশত কুমার চলিল হরষিতে। কাছে কাছে চলিয়াছে শতেক নাপিতে॥ চম্পক নগরে রাজা উজানীতে গেলা। সাত শত চলিয়াছে সোণ-রূপার দোলা॥ সাজিল বণিক চাদ নাহি ওর পাড় (২)। নিরালম্ব(৩) লোক চলে হাজার হাজার॥ সাত হাজার চলিয়াছে বিদ্যুৎ-বাজীকর। তিন শত চলিয়াছে প্রধান শ্রুতিধর॥ চম্পক নগরের লোক নানা ধনে রঙ্গ। সত্তর খান চলিয়াছে সোণার পালঙ্গ॥ অতি বড় শব্দ শুনি যেন বহে ঝড়। নয় শত কাওলি (৪) চলে তের শত নর (৫)॥ মহাশব্দে বাদ্য বাজে শুনি বড় রঙ্গ। দুই হাজার ঢাক চলে হাজার মৃদঙ্গ॥ (১) গারুড়িয়া=গরুড়-মন্ত্রে (অর্থাৎ যাহাতে সৰ্প ভয় পায় এমন মন্ত্রে) সিদ্ধ। (২) শেষ বা সীমা করা যায় না, অসংখ্য (৩) অবলম্বন-শূন্ত, ভবঘুরে। (৪) কাপালি = এক প্রকার নিম্ন শ্রেণীর লোক, তাহদের ব্যবসায় বক্স বরণ করা। (৫) নর =নট, বাস্থ্যকর-বিশেষ।