বিষয়বস্তুতে চলুন

পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল—কেতকাদাস—১৬৫০ খৃষ্টাব্দ | কোলাকুলি আলিঙ্গন বেহাই বেহাই। চাপিল পাটের দোলা (১) বেহুলা লখাই॥ বেহুলা লাগিয়া কান্দে অমলা বাণানী। ছয় ভাএর কোলে (২) তুমি দুলাল বহিনী (৩) ৷ নিকটে তোমার তরে না মিলিল বর। কেমনে পাঠাব বিএ দেশ দেশান্তর॥ সঙ্গের খেলুয়া সব বেড়িছে কান্দিয়া। কোথাকারে স্বাহ আমা সভারে এড়িয়া॥ কোন দেশে যাহগে আসিবে কত দিনে। কেমনে রহিব মোরা তোমার বিহনে॥ বেহুলা নাচনী (৪) প্রবোধিয়া সভাকারে। শুভক্ষণে যায় রাম দোলার উপরে বর কন্ত যাইতে বাজে ব্যাল্লিশ বাজনা ৷ দেখিতে ধাইল যত নগরের অঙ্গন॥ পুত্রবধূ লৈয়া সাধু নিজ দেশে যায়। হংসরথে বিষহরী দেখিবারে পায়॥ মনসার ভয় সাধু মনে মনে গুণি ৷ ইথে দুঃখ দেই পাছে চেঙ্গ মুড়ি (৫) কাণী॥ মুখে হল হল (৬) সাধু হৃদয়েতে দুঃখ। প্রভাতে উঠিএ কালি কুড়াব যৌতুক॥ পুত্রবধূ সদাগর না লইল বরে। সেই রূপে শোয়াইল লোহার বাসরে॥ (১) যে দোলা পট্টবস্ত্রের আবরণে ঘেরা। (২) কোলে=কনিষ্ঠ। (৩) ভগিনী। (৪) বেহুল নর্ত্তকী শ্রেষ্ঠা ছিলেন, এবং নৃত্য-প্রভাবেই তিনি দেবসভায় সফলতা লাভ করিয়াছিলেন। বাল্যকালে বেহুলা যখন নাচিতেন, তখন “তার নৃত্য দেখি অমলা মোহ যায়” প্রভৃতি বর্ণনা আমরা এই কাব্যের পুর্ব্বাধ্যায়ে পড়িয়াছি। - (৫) চেঙ্গ= চিংড়ী মৎস্ত। চেঙ্গমুড়ি = চিংড়ী মৎস্তের মস্তকের হায় মস্তক যাহার। চাদ সদাগর মনসাদেবীকে এই প্রকার কটুক্তি করিতেন। - (৬) হলহলা শব্দ = কলরব। ૨૭8 বেহুল লক্ষ্মীঙ্করের লোহার বাসর।