পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল—কেতকাদাস—১৬৫০ খৃষ্টাব্দ। ՀԳ(t . থালে চালু কড়ি দিতে আচম্বিতে উঠে। চিনিতে না পারে কেহ বুলে কোন ভাবে॥ বেহুলার বাপ তিনি সায় সদাগর। নগরের মধ্যখানে বটে তার ঘর॥ সুগঠন ঘর দ্বার বিচিত্র আকার। প্রাচীর প্রচুর বড় চারি দিকে তার॥ বাড়ীর ভিতরে ঘর সোণার ছিটনি। সায় সদাগর তাহে অমলা বাণানী॥ বেহুলা নাচনী গেছে মা বাপ দেখিতে। মায়ার কারণে কেহ না পারে চিনিতে॥ দুই প্রহর বেলা যখন গগন-মণ্ডলে। যোগী আর যোগিনী গিয়া প্রবেশে মহলে ৷ সত্য জাগে জাগে সিংহনাদ শুনি। ঘরে হৈতে বার্যাইল অমলা বাণানী॥ সুবর্ণের থালে রাম লয়্যা চালু কড়ি। লখাই অন্তর হৈল দেখিয়ে শাশুড়ী ৷ বিমুখ বাণার বালা (১) পরম লজ্জার। বেহুলা ঈষৎ হাসে প্রতিমার প্রায়। চালু কড়ি দেই রাম যোগিনীর থালে। আচম্বিতে উড়ে তাহা দেবী অনুবলে (২)॥ অমলা বাণানী যদি দেখে এত সব। যোগিনীরে জিজ্ঞাসিল মনে অনুভব॥ সত্য কথা বল মোরে শুন লো যোগিনী। এ তিন ভুবনে আমি বড় অভাগিনী॥ তোমারে দেখিয়া মোর কান্দেত পরাণ। মোর কী বেহুল ছিল তোমার বন্ধান (৩) ৷ না জানি কোথারে গেল মড়া লৈয়ে কোলে। যোগিনী জাগাইলে শোক বেহুলার বদলে॥ অনলা বলেন তুমি কহ আদ্য মূল। থালে দিতে নাঞি কেন কড়ি আর তধুল। বেহুল বলেন তুমি কি কর জিজ্ঞাসা। যোগী আর যোগিনী মোরা তরুতলে বাসা।