পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HV ෆ ভ্রমর-ভ্রমরীকে নিবেদন। কোকিলের প্রতি। বঙ্গ-সাহিত্য-পরিচয়। ভ্রমরী ভ্রমর তোরে যুড়ি কর না গাও মধুর গীত। তোর মধু রায় (১) — শর তায় চিত্ত হয় চমকিত॥ সঙ্গেতে অলিনী নিবস নলিনী না জান বিরহ-ব্যথা। চিত্ত চমকিত যদি গাও গীত খাও ভ্রমরীর মাথা॥ ষটপদী সঙ্গেতে পাপ কৈলি পথে বিনয়ে মাতয়ে অরি। করিনু বিনয় না হলি সদয় কিসের বিনয় করি॥ তুই মাতোয়াল মোর হৈলি কাল না শুন বিনয় বাণী। ধুতুরার ফুলে কিবা মধু পীলে তাহা মনে নাহি গণি॥ ছাড়িয়া সুহৃদ চলে ষটপদ কোকিল মুনাদ পুরে। বিনয় ভৎসন করয়ে খুল্লনা যোড়-কর করি শিরে॥ কোকিল রে কত ডাক সুললিত রা। মধুস্বরে দিবা নিশি উগারহ নিত্য বিষি (২) বিরহিজনের পোড়ে গা॥ নন্দন কাননে বাস সুখে থাক বার মাস কামের প্রধান সেনাপতি। কেবা তোরে বলে ভাল অন্তরে বাহিরে কাল বধ কৈলি অনাথ যুবতী॥ আর যদি কর রা বসন্তের মাথা থা মদনের শতেক দোহাই। তোর রব যেন শর অঙ্গ মোর জর জর অনাথারে তোর দয়া নাই॥ (১) রব= শব্দ। (২) বিষ।