পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ধর্ম্মরাজের গীত—রূপরাম—খৃঃ ১৫শ শতাব্দী।
৩৮৭

গোপস্ত্রী সকল কান্দে ব্যাকুল হইয়া।
কেহ বা কদম্ব-ডাল রহিল ধরিয়া॥
কাঁচলি উত্তর চালে লিখি পক্ষী সব।
খএর খুরঙ্গ লেখা সারস সরব॥
টুলকুচি টেসকল টিয়া রাঙ্গামুখী।
কোকিল খঞ্জন ঘুঘু চিল কাক পাখী॥
কুহরি কচল বক লিখ্যা বুড়ি পাঁচ।
মাছরাঙ্গা সদাই উড়ে মুখে যার মাছ॥
ফিঙ্গা চোটুই বাদুড় লিখিল গাঙ্গচিল।
রামশাল্কী[১] উড়ে যায় সাক্ষাৎ অনিল[২]
পাঁচ বুড়ি লিখিল সমুখে কাদা-খোঁচা।
কদম্ব কোটরে বস্যা মাথা নাড়ে পেঁচা॥
অপূর্ব্ব কাঁচলিখান বিশেষ লিখিল।
বারুই বোউকে আনি রামধনী তা দিল॥
কাঁচলি পরিয়া রামা লাগিল হাসিতে।
লাফিয়া লাফিয়া যায় লাউসেনে ভেটিতে॥
অবশেষে অপূর্ব্ব অম্বুজ পরিধান।
নূপুর চরণে দিয়া ধীরে ধীরে যান॥
শ্রীধর্ম্মের পদ মকরন্দে যার কর।
দ্বিজ রূপরাম গান ধর্ম্মের কিঙ্কর॥

ন্যাশ বেশ নয়ানী করিল কুতূহলে।
লাউসেনে ভেটিতে আনন্দে রামা চলে॥
গড়া মালা হাতেতে কস্তূরী গুয়া পাণ।
উপহার অপূর্ব্ব ঔষধ বড় টান॥
শুভক্ষণে সুন্দরী বাহিরে দিল পা।
ঘরে বলে শিশু কথাকারে যায় মা॥
এত শুনি হল্য যেন অনলের কণা।
ঐমনি[৩] ছেলের গালে মারিল দুই ঠোনা॥
পাছু গোড়াইল[৪] শিশু ঘরে নাহি থাকে।
দুগ্ধের ছাওয়াল শিশু নিল রামা কাখে॥

  1. রামশালিক।
  2. প্রত্যক্ষ বায়ুর ন্যায় উড়িয়া যায়।
  3. অমনি।
  4. সঙ্গ লইল।