$ రి বঙ্গ-সাহিত্য-পরিচয়। কলা-তরু যেন সেনা হানে তেন ফলকু সারিয়া পড়ে। ঢালি শয় শয় (১) অস্ত্র উভরায় না বাজে কালুর অঙ্গে। সঙরিয়া কালী আনন্দে নর দলি গণ এ অস্ত্র সব ভাঙ্গে॥ ঘোড়ার চাপান পড়ে কানে কান কাল (২) অস্ত্র ঝাড়া যায়। ময়ুর ভট্টকে বান্ধিয়া মস্তকে সীতারাম দাস গায়॥ জয় রাম রাঘব অনাথ ভগবান। ইন্ধাসের দেহরা বান্ধিব সাবধান। (৩) তোমার ভরসা ধর্ম্ম আর কেহ নাঞি। পার কর্য নেহ ধর্ম্ম অনাদি গোসাঞি॥ সমর সামায় কুকু-মর্যা কালু ডোম। পড়ে যোড়া দগড়ি দামাম দম দম॥ ডানি বামে দুপাসরি খাল করা যায়। কমলের বনে যেন কুঞ্জর সামায়॥ দশ বিশ রাউতে একুই চোটে হানে। যেন মাতা (৪) হাতী সামাইল ইক্ষুর কাননে॥ কারে মারে লাথি চড় কারে মারে চোট। কারে আছাড়িয়া মারে মহীতলে লোট॥ গোলার আগুনে সব অন্ধকার হৈল। ডোমের সমরে সব সেনা ভঙ্গ দিল॥ দলিয়া সমর বুলে রণ করে জয়ী। কাদা-ভূমে কৃষাণ যেমন দেয় মই ৷ সাত বার উলটি পালটি রণে যুঝে। কাদী হল্য এক হাঁটু মানুষের রজে ৷ নিখতি (৫) করিল যেন রেণুকানন্দন। সুরথ করেন যেন মরিতে পূজন। (১) শত শত। (২) সংহারক। (৩) ইন্দাস কবির স্বগ্রাম, তথাকার দেব-মন্দিরের দ্বার ( দেহারা) রক্ষা করিবার জন্য তিনি রামের নিকট প্রার্থনা করিতেছেন। (২) মত্ত। (৫) নিঃক্ষত্রিয়।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৩৪
অবয়ব