পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত—ঘনরাম—১৭১৩ খৃষ্টাব্দ। 8Q(r নিত্যক্রিয়া কুতূহলে সমাপিয়া গঙ্গাজলে ব্রহ্মচিন্তা করে হরিহর। শিরসি সহস্ৰদলে ধ্যান করি যোগবলে জ্যোতির্ম্ময় জগত-আধান। বাহ বুদ্ধি পরিহরি মানসিক পূজা করি স্তুতি করি হয়ে নতমান॥ প্রেমে অঙ্গ গদগদ প্রমাদে প্রভুর পদ পঙ্কজ পরম পরিসর। সেবিয়া সোণার কায় ধ্যান করি ধর্ম্মরায় ধরাতলে ধূলায় ধূসর। কাতর উত্তর শুনি সদয় কোটালমণি দণ্ডেক করিল অবসর। তোমার চরণ সার গতি মোর নাহি আর পার কর প্রভু পরাৎপর। পতিতপাবন আখ্যা প্রকাশ করিয়া রক্ষা কান্দিয়া কহেন হরিহর। সুধম্বা রাখিলে তৈলে প্রহলাদ অনল শৈলে জৌঘরে (১) পাণ্ডবে দিলে প্রাণ। সে সব তোমার ভক্ত আমি অতি পাপযুক্ত নিজগুণে কর পরিত্রাণ॥ মিছা সাক্ষী অঙ্গীকারি সেই তাপে দনুজারি দিলে মোরে নিদারুণ দুঃখ। সত্য সাক্ষী দিনু যত। ফল শুনি স্থিতি মত তায় কেন হৈলে বিমুখ॥ শূলেতে পরাণ যায় আমি নাহি কান্দি তায় কান্দিয়া কাতর এই শোকে। তোমার দাসের দাস মিথ্যা বাদে হয় নাশ ধর্ম্ম মিথ্যা পাছে বলে লোকে॥ হরিহর করে স্তুতি জানিয়া বৈকুণ্ঠপতি আদেশিলা পবন-নন্দনে। হরিহরে মারে মিছা স্বরপুরে আন বাছা দ্বিজ ঘনরাম রস ভণে॥ ধর্ম্মঠাকুরের প্রসন্নত। (২) জতুগৃহে।