পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○8 লাউসেনের মুক্তি ও কর্ণসেনের কারাবাস। বঙ্গ-সাহিত্য-পরিচয়। বলে গুলবন্দী রাখ জনক জননী। তবে ছাড়া দিব যাত্যে পশ্চিম ধরণী॥ (১) বুড়া রাজা গৌড়ের হয়্যাছে বুদ্ধি-ছাড়া। দাদা মর্যা যাকু মাতুলের জন্ম বাড়া॥ তুমি আর বাপা যদি থাক কারাগারে। তবে রাজা দাদাকে ছাড়িয়া দিতে পারে॥ পুত্র বন্দী শুনিয়া কান্দেন রঞ্জাবতী। কর্ণসেন রাজা কান্দএ চারি রাউতি (২)॥ মাণিকী কল্যাণী কান্দ্যা গড়াগড়ি যায়। নগরের লোক কান্দ্যা করে হায় হায়॥ কালু ডোম কান্দে শাক শুকা দুই জন। শ্রাবণের মেঘ হল্য লক্ষ্মার (৩) লোচন॥ কর্ণসেন রঞ্জাবতী যান ধাওয়া ধাই। যেন বৎসক (৪) হারাইয়া হামায়্যা (৫) যায় গাই॥ রাতারাতি পাল্য গিয়া গৌড়-ভূবন। অবিলম্বে বন্দিশালে দিলা দরশন॥ বন্দী দেখ্যা বালকে কন্দেন উভরায়। ভালে হান্তা (৬) কঙ্কণ করেন হায় হায়॥ কর্ণসেন রাজা কান্দ্যা ধূলার ধুসর। সমাচার পাইল ভূপতি গৌড়েশ্বর॥ পাত্রের হুকুম হল্য পোতামাজীগণে। কর্ণসেনে গুলবন্ধী রাখহ যতনে॥ লাউসেনে এখনি খালাস কর্যা দেও। দিবেক পশ্চিম-উদয় লেখা পড়া নেও। (৭) (১) বলিয়াছে যে তোমার বৃদ্ধ জনক জননীকে যদি জামিনস্বরূপ রাখিয়া যাইতে পার, তবেই তোমাকে পশ্চিমোদয় কার্য্যের জন্ত ছাড়িয়া (২) চারি অল্পবয়স্ক ভূত্য। (৩) কালু ডোমের স্ত্রীর। (৪) বৎসকে। (৫) হাম্বারব করিয়া। (৬) হানিয়া= আঘাত করিয়া। (৭) পশ্চিম হইতে স্বর্য্যোদয় করিয়া দেখাইবে, এই সৰ্ব লেখাপড়া করিয়া দিলে ছাড়িয়া দিবে।