ধর্ম্মরাজের গীত-নরসিংহ বস্থ–১৭৩৭ খৃষ্টাব্দ। হাতে হাত কড়ি দিল গলায় শিকল। বুকে তুল্য দিলেক পাথর জগদল (১)। ডাভুকা দিলেক পায় যেন দশ মণ। গলায় দিলেক হাড়ী সংশয় জীবন॥ জটে দড়ি দিয়া টাঙ্গে চালের বাতায়। উমামুরি খাল্য সেন তুষের ধূমায়। খরশান ক্ষুর সব রাখে দুই পাশে। লড়িতে চড়িতে মাংস কাটে অনায়াসে॥ সেনের শরীর হল্য ধূলায় ধূসর। কান্দেন করুণা কর্য রঞ্জার কুমার॥ দেখা শুষ্ঠা কপূৰ্ব কান্দায় অচেতন। দাদার এবার দেখি সংশয় জীবন॥ 8Vම් সেন বলিছেন শুন কপূর পাতর (২)। কৰ্পরকে ময়নাগড়ে অবিলম্বে যাও তুমি ময়নানগর। প্রেরণ। জননী জনকে যায়্যা দেও সমাচার। এবার না দেখি ভাই আমার নিস্তার॥ ভূপতি দেখিতে চান পশ্চিম-উদয়। জীবনের গ্রাহক মাতুল মহাশয়॥ বলে গুলবন্ধী রাখ জননী জনক। অসম্ভব আদেশ মরিনু নিরর্থক ৷ এত শুনি ধাওয়া ধাই চলিল কপূৱ। ভাএর বিপত্তি-ত্রাণ করে তুর তুর। রাতে দিনে পাল্য গিয়া ময়নানগর। কান্দ্যা কান্দ্যা কৈল কথা মাএর গোচর॥ বাদল ঘুচাল দাদা দেখ্যা রাজা সুখী। নানা ধন দিল দেখ্যা মামা হল্য দুঃখী॥ প্রপঞ্চ কর্যাছে বড় মামা দুরাশয়। অস্তাচলে দিতে বলে পশ্চিম-উদয়॥ ইহা বলা দাদাকে বান্ধ্যাছে বন্দিঘরে। এমন বান্ধ্যাছে দাদা আজি কালি মরে॥ (১) জগদ্দল পাথর। (২) পাতর (পাত্র)=মন্ত্রী; লাউসেনের ভ্রাত কপূর তাহাকে সর্ব্বদা মন্ত্রণা দিতেন।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৮৭
অবয়ব