পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত-নরসিংহ বহু—১৭৩৭ খৃষ্টাব্দ। 8b"> কেহ দেই হাতে তালি কেহ নাচে গায়। অবশ হইয়া কেহ গড়াগড়ি যায় ৷ কাহিনী কহয়ে কেহ কেহ হল্য শ্রোতা। অকস্মাং উঠে গেল গদাপর্ব্ব-কথা॥ কুরুক্ষেত্রে গদাযুদ্ধ ভীম-দুর্য্যোধনে। কথা শুন্তা ডোমের খুমার উঠে মনে॥ কেহো ভীমসেন হইল কেহ দুর্য্যোধন। ঠেঙ্গাঠেঙ্গি গদাযুদ্ধ করে ডোমগণ॥ হুড়াহুড়ি গণ্ডগোল হল্য বিপরীত। মাতাল হইল ডোম নাহিক সম্বিত। ডুমুনী সকল ঘরে শুনিবারে পায়। আপন আপন পতি ঘরে লয়্যা যায়॥ লখার ধরিয়া হাত কালুর গমন। চল্য যাতে ঢল্যা পড়ে স্থির নহে মন॥ লখাকে বলেন বীর কোলে কর্য নে। . 臺 臺 豪 臺 স্বপ্ন-কথা লখাকে কহিল বীরবর। স্বপন কহিল মোকে পরম কোঙর। নব লক্ষ দল লয়্যা গৌড়ের পাত্তর। আট দিগে বেঢ়ি আছে ময়না-নগর॥ আমার এ দশা আজি কিবা আছে আর। ময়না-নগর রাখি বান্ধিয়া হত্যার (১)॥ শুনিঞ বলেন লখ্য সমরে অসুর। ঘরে গুয়া ঘুম যাও মাথার ঠাকুর। এত চিন্তা এহাতে ঠেক্যাছ কি প্রমাদে। যম ইন্দ্র বরুণ না আটে মোর বাদে॥ গৌড়েশ্বর কিম্বা পাত্র আস্তে যে এথায়। মাথা কাটা নিব তার গিয়া পহুমায় (২)। কালুর বিহ্বলতা ও লখার দ্বপ। (১) হাতিয়ার। (২) পদ্মায়। ఆ)