রামায়ণ–কৃত্তিবাস—জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে। 8సిన ইন্দ্রের তেজে রাজা অলঙ্ঘ্য কলেবর। রাজ-শক্তি। চন্দ্রের তেজে রাজা দেখিতে সুন্দর ৷ যমের তেজেতে রাজা সংসার সব মারে। কুবেরের তেজে রাজার ধনে ঘর ভরে॥ অগ্নির তেজেতে রাজা কোপ আগুনি। দেবতার তেজে রাজা মনুষ্যে না গণি॥ হেন রাজাকে মন্দ বলিয়্যা মজিলি পাতকে। ভাই ঘুচাঞী রাজ্য করিলে কোন লোকে॥ রাজার রাজ্যে পাপ করিলে রাজায় পাপ যাকে (১)। পাতকী জনা মারিলে পাপের চাল ভাগে (২)॥ নর বানর পাপ করিলে সে তাহাকে লাগে। পাপী জনারে মারিলে পাপের দোষ ভাগে॥ আমার বাণে তোমার খণ্ডিল মহাপাপ। পাপ খণ্ডিল তুমি না কর বিলাপ। ভরত হেন করিলাঙ মুগ্রীবের পালন। সুগ্রীবের মন্দ করিলে তার অবশ্য মরণ॥ সুগ্রীবেরে মৈত্র করিনু আমি অগ্নি কর্য সাক্ষী। সুগ্রীবের মন্দ করিলে আমি নাই রাখি॥ রাজ্য লৈয়া নিকালিয়া কৈলে দেশান্তরী। তোমা মারিতে সত্য করিনু অন্ত করিতে নারি॥ পশুজাতি না করিল ধর্ম্মের বিচার। ধার্ম্মিক জ্যেষ্ঠ হৈয়া তুমি কর অব্যবহার। মৈত্রের জ্যেষ্ঠ তুমি আমার গৌরবিত। গর্ব্বিত সনে দ্যায় (৩) করি না হয় উচিত॥ তোমার দ্যায় করি দ্যায় নাহি সাজে। ক্ষমা কর বানর-রাজ কেনে পাড় লাজে॥ পক্ষে মান কর তুমি দৈবে নিযোজিত। আমার হাতে তোমার মৃত্যু দৈবের লিখিত। ইন্দ্রের বিক্রম তোমার ইন্দ্রের ধর বেশ। ইন্দ্রের নন্দন তুমি চল ইন্দ্রের দেশ। উত্তম জন হৈলে করে পরিহারে। অধম জনা হৈলে বলিতে আপনা পাসরে॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬২৩
অবয়ব