পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ویی یہN বঙ্গ-সাহিত্য-পরিচয়। হার কেয়ুর আর শঙ্খ যে কঙ্কণ। স্থানে স্থানে শোভা করে নানা আভরণ॥ কটিতে কিঙ্কিণী সাজে কনক আটুনি। চরণে নুপুর বাজে শুনি রিনি ঝিনি। গমন উত্তর গতি রাজহংস জিনি। নাভি গম্ভীর তাথে মধো দেহখানি॥ পারিজাত চারি খান দিল পুরন্দর। বিচিত্র শোভিছে মালা করের উপর॥ নবীন বয়স চারি বিদগধ বালা। সঙ্গেত চলিছে কাম পূর্ণ ষোল কলা॥ অসংখ্য আনন্দ-বাদ্য বাজে নিরন্তর। শঙ্খ ঘণ্টা ধ্বনি নাদে ছইল কোলাহল॥ জয়ধ্বনি করিল সকল নারীগণ। আগে সীতাদেবী যায় পাছে তিন জন॥ এমত আনন্দ আর নাহি ত্রিভুবন। রত্ন-প্রদীপ সব করিছে শোভন॥ মাথা তুলি চাহে সীতা রামের বদন। অদ্ভূত আচার্য্যের কবিত্ব মুরস বচন॥ (কি আরে) স্যাম চামর চারু নিন্দিত চিকুর। নিবদ্ধ কবরী ভার তাহে নানা ফুল॥ ধুয়া ৷ কি দেখিলু রাম-রূপ শিরে বর বালা। ভুবনমোহন বেশ জিনি চন্দ্রকলা॥ মলয়া যে বহে বাত সীমন্ত শোভন। নিবিড় মেঘেত যেন চমকে চপলা॥ ললাটে নির্ম্মিত বিন্দু সুন্দর সিন্দুর। কনক-কমল মধ্যে যেন বৈঠল স্থর (১)॥ দীর্ঘ নঞানে শোভে কজ্জল উজ্জ্বল। মেঘ যেন শোভা করে গগন-মণ্ডল॥ শশী সমতুল্য যেন খঞ্জনের মেলা। চন্দ্রের মধ্যেতে যেন কিছু আছে কালা॥ (৩) স্বর্য্য।