পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(rb ○ বঙ্গ-সাহিত্য-পরিচয়। বল প্রভু ভূতনাথ কেন হেন অকস্মাৎ টলবল করয়ে আসন। শুন ত্রিনয়ন প্রভু বাম অঙ্গ নাচে কর্ভু দক্ষ অঙ্গ (১) স্পন্দয়ে কখন। কতু থাকি হর্ষমনে কতু প্রাণ র্কাদে কেনে হরিষ বিষাদ হছে ঘন॥ কি জানি কি লভ্য হয় না জানি কি অপচয় বুঝিতে না পারি কিছু আমি। ক্ষণে দন্তে জিহবা কাটে ক্ষণে কেনে হর্ষ উঠে এ কি বটে বল মোর স্বামী॥ “ স্বৰ্গ মর্ত্য রসাতলে ডাকে কেবা দুর্গ বল্যে কে পড়িল বিষম শঙ্কটে। ” স্থির হত্যে নারি আর বল বটে কি প্রকার দ্রুত যাব তাহার নিকটে ৷ ভবানী-ভারতী শুনি ধ্যানে বসি শূলপাণি জানিলেন সকল কারণ। পুলকে পূরিত গাত্র প্রেমে ছল ছল নেত্র। আনন্দ উথলে ঘনে ঘন। শিব কন শুন শিব আজি অতি শুভ দিব পরম আনন্দ করি মানি। কিষ্কিন্ধ্যা কাননে হরি প্রতিমা প্রকাশ করি তোর পূজা করিবেন তিনি। নির্ম্মাইয়া দশভূজা আশ্বিনে তোমার পূজা প্রকাশিলা রাজীবলোচন। যাটি সহস্ৰেক মুনি সঙ্গে লয়্যা চক্রপাণি তোমারে করেন আবাহন॥ যে পূজা বসন্তে ছিল সে শরতকালে হল্য ইহা বই কি আনন্দ আর। প্রভু রাম কৃপানিধি তিনি পূজা কৈল্যা যদি তবে হল্য সংসারে বিস্তার॥ বাম অঙ্গ নাচি উঠে এই সে মঙ্গল বটে , চল চল চণ্ডিকা চপলে॥ (১) দক্ষিণ অঙ্গ।