سob را\ কঙ্কবেশী যুধিষ্ঠিরের সঙ্গে বিরাট রাজার বিতর্ক। বঙ্গ-সাহিত্য-পরিচয়। নট ভাট নর্তকী চলিল আগুসারি। আর যত বাদ্য চলে গণিতে না পারি॥ কহেন বিরাট-রাজা মনের হরিষে। পৌর্ণমাসীর চন্দ্র যেন অমৃত বরিষে॥ ধন্য ধন্য পুত্র মোর ধন্ত কুলমণি। একেশ্বর পুত্র আইল কুরুসৈন্ত জিনি॥ ভীষ্ম দ্রোণ কর্ণ আদি রাজা মহাশয়। হেন সব সমরে পুত্র জিনিল রণয় (১)॥ হেন জনের পিতৃ আমি সংসার-ভিতর। এহি মতে নরপতি প্রশংসে বিস্তর॥ হেন বুলি নরপতি বিস্তর প্রশংসে। ঈষৎ হাসিয়া তবে কহিলেক কঙ্কে (২)॥ বৃহন্নলা (৩) থাকে জান যাহার সারথি। পৃথিবী জিনিতে পারে সেই মহারথী॥ কুমারক বাখানয়ে বিরাট রাজন। বৃহন্নলা বাখানয়ে কঙ্ক যে ব্রাহ্মণ॥ শুনিয়া বিরাট রাজা হইল কুপিত। কঙ্কেরে চাহিয়া রাজা ক্রোধে অতুলিত॥ ওষ্ঠ থর থর কাপে বিরাট রাজার। ক্রোধ-দৃষ্টি কঙ্করে নেহ’লে বারে বার॥ আর বার কহে রাজা পরম পরিতে। এক রথে কুরুসৈন্ত জিনে মোর পুত্রে॥ মোর সম কেবা আছে সংসার-ভিতর। কুরুবংশ মোর পুত্রে জিনে একেশ্বর॥ কঙ্কে বলে সাজে যদি এ তিন ভুবনে। তথাপি জিনিতে নারে বৃহন্নল সনে॥ ইন্দ্র যদি রণে আইসে দেবের সহিত। বৃহন্নলা সহিতে না পারে কদাচিত॥ শুনিয়া বিরাট রাজা ক্রোধে অতি জলে। ত্রিগুণ কুপিয়া রাজা কঙ্ক প্রতি বোলে। (১) রণে। (R) ক-ফুরি। ཧཱ་མཱ་ཧཱ་ཧཱ་ཧཱ་ཧཱ། ། (৩) নপুংসক-বেশী অৰ্জ্জুনের ছদ্মনাম।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৩২
অবয়ব