ভারত—শ্রীকরণ নন্দী—১৫শ শতাব্দীর শেষভাগ। ৬৩১ এহি পত্র লিখি বান্ধিব ললাটে ঘোড়ার। এড়িব ঘোড়া বৎসরেক চরিবার॥ আপনে আরম্ভিব যজ্ঞ অসিপত্র (১) ব্রত। এড়িব সব ভোগ যত উপগত॥ যজ্ঞের বিধান এহি কহিল সকল। পারিব করিতে সব না হইও বিকল। মুনির বচনে রাজা পুনিহ বোলন্ত। কিরূপে করিমু কার্য্য কহ মতিমন্ত॥ হেন অশ্বরত্ন মুঞি কথাতে পাইমু। ঘোটক রক্ষক মুঞি করে নিযোজিমু॥ যে বা ভীমাৰ্জ্জুন সহোদর মোর। মোর হেতু দুঃখ পাইছে বহুতর॥ তাহাকে পাঠাইতে রণে না হএ যুকতি। কৃষ্ণ হেন বন্ধু মোর নাহি নিকটে সম্প্রতি॥ বহু বিঘ্ন হএ যজ্ঞ করিবারে আশ। সিদ্ধি না হইলে যজ্ঞ হইব উপহাস॥ এ যজ্ঞ না হএ সাধ্য দেখোম যে বুদ্ধি। কথাতে যে ঘোটক আছে না জানোম শুদ্ধি (২)॥ যুধিষ্ঠির নৃপতির হেন বাক্য শুনি। ঘোড়ার উদ্দেশ তবে কহে ব্যাস মুনি॥ ভদ্রাবতী-পুরীতে প্রবেশপূর্বক একাকী যুদ্ধ-জয় করিতে ভীমের সঙ্কল্প ও বিক্রম প্রকাশ। 奪 * হেন বাক্য বুলিলেন্ত। সেই সভাতে ভীমসেন তৰ্জ্জন করন্ত॥ একাকী যাইমু মুঞি পুরী ভদ্রাবতী। সমরে জিনিব যৌবনাশ্ব নরপতি॥ যদি সেই অশ্ব আনিতে না পারোম। তবে মুঞি নরকেত পড়িয়া মরোম॥ (১) স্বামী ও স্ত্রী একাসনে নির্দিষ্ট দীর্ঘ কাল বাস করিবেন। তাহাদের মধ্যে একখানি অসি থাকিবে। (২) শুদ্ধি= সন্ধি=সন্ধান।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৫৫
অবয়ব