পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やがb" পূর্ব্বদ্বারে বাধা বঙ্গ-সাহিত্য-পরিচয়। সভাকার সঙ্গে রাজা ষড় সপ্ত শত। কোটি কোটি গজ বাজী কোটি কোটি রথ॥ নানা ধন রত্ন নিজ নিজ কর লৈয়া। দ্বারেতে আছয়ে দেখ বারিত হইয়া॥ ত্রিশ শত নৃপতি আছয়ে এই দ্বারে। জন কথো রাজা মাত্র গিয়াছে ভিতরে॥ পুরুজিত নামে রাজা নৃপতি-মাতুল। রাজ-আজ্ঞা পাইয়া তারে লইল নকুল। তার সঙ্গে গেল জন কথো নৃপবর। দেখিয়া বড়ই ক্রোধ কৈল বৃকোদর॥ মাতুলে রাখিয়া আর যত রাজগণে। ধাক্কা মারি বাহির করিল ততক্ষণে॥ বিনা আজ্ঞা ছাড়িতে নারিব কদাচন। আজ্ঞা আনি লৈয়া যাহ রাজা বিভীষণ॥ এত শুনি ক্রোধ করি চলিলা গোবিন্দ। দুই চক্ষু দেখি যেন রক্ত অরবিন্দ॥ তথা হৈতে চলিলা লইয়া লঙ্কাপতি। পূর্ব্বদ্বারে উক্তরিলা অনেক শকতি। মহাবীর ঘটোৎকচ হিড়ম্বা-কুমার। তিন লক্ষ যক্ষ সহ রাখে পূর্ব্বদ্বার। কৃষ্ণেরে দেখিয়া সভে দ্বার ছাড়ি দিল। বেত্র দিয়া বিভীষণে দ্বারে রহাইল॥ গোবিন্দ বলিলা ঞিহো লঙ্কার ঈশ্বর। ব্রহ্মার প্রপৌত্র রাবণ-সহোদর। রাজা-দরশন হেতু যাইব ত্বরিত। হেন জনে দ্বারে রাখ না হয় উচিত॥ ঘটোৎকচ বলে শুন দেব নারায়ণ। আমি কি বলিব তুমি জানহ আপন॥ বাইশ শতেক রাজা আছয়ে ছয়ারে। রাজা জন কথো মাত্র গিয়াছে ভিতরে॥ ব্রহ্মা আদি দেবগণ কত ঋষি মুনি। বিনা আজ্ঞ যাইতে নারে প্রপৌত্র কি সে গণি॥