পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত—কবিচন্দ্র—১৬শ শতাব্দী। ୩y-ଧ୍ଯ দুঃখ শোক ভোগাভোগ ভাগ্যে সব করে। দেশে সাত বিভা দিব চল বাপু ঘরে॥ আর না আসিব আমি বিদর্ভ নগরে॥ শিশুপাল প্রবোধিয়া মহাবীর বলে। রণভেরী দামামা দগড় করতালে ৷ এক অক্ষৌহিণী বীর সেনা লয়্যা সাথে। ধনুর্ব্বাণ খড়গ চর্ম্ম লয়্যা চাপে রথে॥ অতি বেগে বায়ুপথে রথখান যাব। রুক্মিণী সমেত কৃষ্ণে দেখিবারে পায়॥ ওরে দুষ্ট ভ্রষ্ট তুই পালাইবি কোণ। কৃষ্ণকে ভৎসনা। ঘুচাব সকল গর্ব্ব কাটি তোর মাগ॥ বিধি বাম নিকট মরণ তোর ও গল্প। যেমত যজ্ঞের স্থত কাকে লয়্যা যায়॥ প্রাণ বাচাইবি যদি ছাড়া যারে বেটী। ধনু ফেল্য পালা দুষ্ট দাতে করা কুটী॥ সমর বিষম বড় ক্ষেত্রী বিনে নয়। বনে বনে শিশু সঙ্গে গরু চরা নয়॥ যশোদার ঠাঞি তথা যত শাস্তি পাত্যে। গোয়ালার ঘরে ননী চুরি করা খাতে॥ খাইয়া গোপের অন্ন অহঙ্কার বড়। মোর কাছে ওরে মুঢ় অহঙ্কার ছাড়॥ গোপের ঘরে ভার বয়্যা কান্ধ হুয়াছে পূর। গোপের মায়্যার কাছে তুমি বড়ই অস্থর (১)॥ না বুঝিয়া লোক সব ভক্তি করে তোরে। দেবাস্থর নরে কেবা মায়্যা কান্ধে করে॥ এই মত গোবিন্দেরে দেই কত গালি। রুক্মিণীরে উপরোধ করে বনমালী ৷ কৃষ্ণ কহে বার বার নিমা কর মোরে। তোর ভগিনী মোর সঙ্গে শুনরে পামরে॥ জন্মে জন্মে রুক্মিণীর আমি সে জীবনে। তোর বোলে শিশুপালে ভজিব কেমনে॥ গোপীদের কথা সব তুঞি কেমনে জানিবি। অজ্ঞান পামর তুঞি মোরে কি চিনিবি॥ (১) এখানে অমুর শব্দ “মহাবলশালী” অর্থে ব্যবহৃত হুইয়াছে।