প্রবাহিণী/বিবিধ/১৯

উইকিসংকলন থেকে

১৯

যেন কোন্ ভুলের ঘোরে
চাঁদ চলে যায় সরে সরে॥
পাড়ি দেয় কালো নদী,
আয় রজনী দেখবি যদি,
কেমনে তুই রাখবি ধরে,
দূরের বাঁশি ডাকূল ওরে॥
প্রহরগুলি বিলিয়ে দিয়ে
সর্ব্বনাশের সাধন কি এ?
মগ্ন হয়ে রইবে বসে
মরণ ফুলের মধুকোষে,
নতুন হয়ে আবার তোরে
মিল্‌বে বুঝি সুধায় ভ’রে॥