ফুলের ফসল/চৈত্র হাওয়ায়
অবয়ব
(পৃ. ৩১-৩২)
চৈত্র হাওয়ায়
এই চৈত্র হাওয়ায় চেতন পাওয়া
মন্দ নয়,—
যখন চাঁদের আলোর অঙ্গ ব্যেপে
চন্দনেরি গন্ধ কয়!
স্বর্ণ চাঁপার সুপ্ত মুখে
চুমার অঙ্ক আঁক্তে সুখে
যখন আনন্দেরি অশ্রুজলে
আঁখি খানিক অন্ধ হয়