বিষয়বস্তুতে চলুন

বর্ণপরিচয় (প্রথম ভাগ, ১৮৭৬)/১৬ পাঠ

উইকিসংকলন থেকে

১৬ পাঠ।

দেখ রাম, কাল তুমি, পড়িবার সময়, বড় গোল করিয়াছিলে। পড়িবার সময় গোল করিলে, ভাল পড়া হয় না; কেহ শুনিতে পায় না। তোমাকে বারণ করিতেছি, আর কখনও পড়িবার সময় গোল করিও না।