বর্ণপরিচয় (প্রথম ভাগ, ১৮৭৬)/১৭ পাঠ
অবয়ব
(পৃ. ৩১)
১৭ পাঠ।
নবীন, কাল তুমি, বাড়ী যাইবার সময়, পথে ভুবনকে গালি দিয়াছিলে। তুমি ছেলে মানুষ, জান না, কাহাকেও গালি দেওয়া ভাল নয়। আর যদি তুমি কাহাকেও গালি দাও, আমি সকলকে বলিয়া দিব, কেই তোমার সহিত কথা কহিবে না।