ব্যবহারকারী আলাপ:অপরাজিতা দাস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিসংকলন থেকে

Jayanta(জয়ন্ত) ০৮:৫৯, ১৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

স্ক্যান ও উৎস বিহীন পাতা[সম্পাদনা]

উইকিসংকলনে স্বাগতম, আমি Jayantanth। যদিও উইকিসংকলন যে কেউই সম্পাদনা করতে পারেন, কিন্তু আমি আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল বা অপসারণ করেছি। কারণ, বিশেষ ব্যতিক্রম ছাড়া উৎসবিহীন পাতা বা স্ক্যান পাতার লিঙ্ক ছাড়া নতুন লেখা ২০১৬ জানুয়ারি থেকে গ্রহণ করা হচ্ছে না। এখানে বর্তমানে শুধু মাত্র স্ক্যান করা বইয়ের পাতা থেকে প্রুফরিড করার মাধ্যমে প্রাপ্ত লেখাকে পরিলেখন করে মূলপাতায় যোগ করা হয় । তাই আপনার যুক্ত করা পাতার উৎস হিসাবে কোনো স্ক্যান পাতা লিঙ্ক না থাকার কারণে, আপনার লেখাটি এই উইকিসংকলন থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। আপনি যদি মনে করেন যে, আপনার করা কাজটি বাতিল করা সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! Jayanta(জয়ন্ত) ০৯:০২, ১৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

রিভিউ[সম্পাদনা]

নমস্কার, আমাকে আমার ভুল ধরিয়ে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে নতুন তাই অনেক নিয়মই অজানা। আমি শ্রীরবীন্দ্রনাথ ঠাকুরের 'করুণা' গল্পটি সম্পাদনা করছিলাম একটি পিডিএফ দেখে। আমি আগামীতে সম্পাদনার আগে অবশ্যই লিংক দিয়ে দেব। আমার একটি প্রশ্ন ছিল। মুদ্রণ সংশোধন প্রয়োজন এবং মুদ্রণ সংশোধন চলছে এমন পাতাগুলোর সাথে মূল বইয়ের স্ক্যান করা পাতা দেয়া থাকে। এই ক্ষেত্রে কি আমি সরাসরি পাতা দেখে সম্পাদনা করতে পারব?

অপরাজিতা দাস ০১৬১১১০৪৮৬০ aporajitadas06@gmail.com 118.179.187.150 ০২:১৮, ২৫ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]