ব্যবহারকারী আলাপ:Suvray

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিসংকলন থেকে

--Jayantanth (আলাপ) ০৭:৪৯, ৩ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Indic Wikisource Proofreadthon II 2020[সম্পাদনা]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020[সম্পাদনা]

Sorry for writing this message in English - feel free to help us translating it

সাধারণ নিয়মাবলী ভঙ্গন[সম্পাদনা]

সুধী, আপনি যেভাবে মুদ্রণ সংশোধন করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু আপনি বারবার প্রতিযোগিতার সাধারণ নিয়মাবলীর ৯ নম্বর পয়েন্ট লঙ্ঘন করছেন। আশা করি পরবর্তীতে সংশোধনের সময় এই দিকটি খেয়াল রেখে অন্তত বেশ কয়েক পাতা ছেড়ে কাজ শুরু করবেন। Kazimizanur (আলাপ) ১৭:৫৭, ৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মন্তব্যের জন্যে ধন্যবাদ! উদাহরণ দিন। বরঞ্চ, আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করবো যে, নির্লিপ্ত না থেকে অযাচিতভাবে পিছু পিছু অগ্রসর হয়ে আমায় বিরক্ত করছেন যা অত্যন্ত দুঃখজনক! যেখানে অনেকগুলো পাতা খালি পড়ে আছে, সেখানে এভাবে বিরক্ত করার মানে কি বুঝতে পারলাম না! ধন্যবাদ! - Suvray (আলাপ) ১৮:০৫, ৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আয়োজকদের উচিৎ প্রত্যেক ব্যবহারকারীর কর্মকাণ্ডের দিক কঠোর দৃষ্টি দেয়া! - Suvray (আলাপ) ১৮:১৩, ৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kazimizanur, Suvray: উভয়কে আন্তরিক অভিনন্দন জানাই। দয়া করে একসাথে কাজ করার চেষ্টা করুন উভয়েই। নিয়মাবলীতেই নিয়ম ইত্যাদি বলা আছে। তা পালনের চেষ্টা করুন। বিতর্কে জড়ালে কাজের থেকে বিতর্কেই সময় যাবে বেশি। সব থেকে ভাল হয়, আপনার দুইজন, ভিন্ন দুই বইতে কাজ করুন। আগে আপনারাই এখানে জানান, কে কোন বইতে কাজ করতে চান। বা কোনো বইয়ের কত পাতা থেকে কত পাতা কাজ করতে চান। নতুন বইয়ের জন্য আবেদন করুন এখানে। , সকল বইয়ের তালিকা পাবেন এখানে। ধন্যবাদ। Jayanta(জয়ন্ত) ১৮:৩০, ৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ জয়ন্তদা, আলোচ্য ব্যবহারকারী মূলতঃ কাজকে স্তিমিত করতে এ আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন। যাচাইয়ের অনুরোধ করছি আয়োজককারী দলের প্রত্যেককেই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই! ধন্যবাদ! - Suvray (আলাপ) ১৮:৩৩, ৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

হা হা। যাক আর সেসব কথা তুলে লাভ নেই। বরং আসুন সবাই মিলে কাজ করি। প্রশাসকদের আরও নতুন নতুন বই যোগ করার অনুরোধ জানাই। Kazimizanur (আলাপ) ২০:৫৫, ৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার মুদ্রণ সংশোধনের গুনমান ও প্রতিযোগিতা[সম্পাদনা]

উইকিসংকলনে স্বাগতম, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। দয়া করে প্রতিযোগিতায় কোনো কাজ করার পূর্বে নিয়মাবলী ভালো করে পড়ুন। আপনার এক বা একাধিক মুদ্রণ সংশোধন সঠিক ছিল না। কারণ এই মুদ্রণ সংশোধনে বানান ভুলসহ বিভিন্ন ত্রুটি ছিল। তাই মুদ্রণ সংশোধন সংরক্ষণ করা আগে নিশ্চিত হোন, আপনি সকল ভুলগুলি পুক্ষানুপুক্ষভাবে পর্যবেক্ষণ করেছেন ও পরিবর্তন করছেন। মুদ্রণ সংশোধন করার পরেও কোনো ভুল (বিশেষত বানান ভুল ও পাতার বিন্যাস ও ইত্যাদি ভুল) থেকে যাওয়া বাঞ্ছনীয় নয়।

শুধুমাত্র প্রতিযোগিতায় বিজয়ী হবার উদ্দেশ্যে কাজ করলে উইকিসংকলনের গুনমান খারাপ হবার সম্ভাবনা থাকে। ওসিআর যে লেখাগুলি পাঠ করতে পারে না, সেই লেখাগুলিও সংশোধন করা উচিত। ওসিআর এর উপর নির্ভর না করে, নিজের চোখ দিয়ে পুরো পাঠ্যটি পড়ে মূল স্ক্যানের সাথে মিলিয়ে নিন। ত্রুটিগুলি সংশোধন না করেই অনেক ক্ষেত্রে মুদ্রণ সংশোধন সংরক্ষণ করা থেকে বিরত থাকুন। অবিলম্বে যে পাতাগুলির মুদ্রণ সংশোধন করেছেন, সেগুলি আর একবার দেখে পরীক্ষা করে, পুনরায় সংশোধন করুন। নচেৎ সেই পাতাগুলিকে আমরা পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারি ও আপনার জন্য সেই পাতার পয়েন্ট বাতিল হতে পারে। কোন পাতা মুদ্রণ সংশোধন করতে অসুবিধা বা সমস্যা হলে সেই পাতার মুদ্রণ সংশোধন করবেন না। ১০০% নিশ্চিত না হয়ে হলুদ বোতাম টিপবেন না।

নিন্মলিখিত বইয়ের উপর কাজ করা বন্ধ করার জন্য অনুরোধ করা হচ্ছে:

  • নির্ঘণ্ট:ভারতের সংবিধান.pdf
  • নির্ঘণ্ট:ভারতীয় দণ্ড সংহিতা,১৮৬০.pdf
  • নির্ঘণ্ট:বুয়র ইতিহাস - প্রিয়নাথ মুখোপাধ্যায়.pdf

আমরা এই বইগুলি যুক্ত করে বুঝতে পেরেছি, বইগুলিতে যে ধরনের বিন্যাস আছে, নতুন ব্যবহারকারীদের জন্য সেখানে কাজ করা একটু কঠিন হয়ে যাচ্ছে ও প্রশাসকদের কাজের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যে, যেকটা পাতায় কাজ করেছেন, সেই পাতার জন্য পয়েন্ট দেওয়া হবে।

ধন্যবাদন্তে। Jayanta(জয়ন্ত) ১২:৩১, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পরামর্শের জন্য ধন্যবাদ! ঠিক কোন কোন জায়গায় আপত্তিগুলো এসেছে, জানাবেন কী? আর ত্রুটিগুলো কি খুব বেশী গুরুতর বা মারাত্মক ছিল! অনুগ্রহপূর্বক ‘... প্রতিযোগিতায় [বিয়য়ী] ... বানানটি ঠিক করে নিন! - Suvray (আলাপ) ১২:৪৫, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
দাদা, ত্রুটিগুলো খুব বেশী গুরুতর বা মারাত্মক ছিল এই প্রতিযোগিতার নিয়মাবলীর জন্য। অন্য সময় হলে সাধারণ এই ভুল গুলি গুরুতর বা মারাত্মক ধরা হয় না।
  1. বুয়র ইতিহাসে ছবিযুক্ত পাতা ছবি ছাড়াই প্রুফরিড করছেন। সমস্যা সংকুল রূপে করতে হবে, বা না পারলে ছেড়ে বলা হয়েছে।
  2. যেখানে লেখা পড়া যাচ্ছে না, ঐ অংশটা বাদ রেখেই পাতাটা প্রুফরিড মার্ক করছেন। তা করা যাবে না। https://bn.wikisource.org/w/index.php?diff=1471497&oldid=1470922
  3. https://bn.wikisource.org/w/index.php?diff=1471497&oldid=1470922 এমন হবে।
  4. https://bn.wikisource.org/w/index.php?title=পাতা:বুয়র_ইতিহাস_-_প্রিয়নাথ_মুখোপাধ্যায়.pdf/১৭&diff=prev&oldid=1471520
  5. এছাড়াও, পাতার শেষে অনুচ্ছেদ শেষ হলে nop লাগাচ্ছেন না।
  6. এই পাতায় পুনঃস্ক্যান চাই বলে যে লিস্ট দিয়েছেন, সেই পাতাগুলিও প্রুফরিড মার্ক করেছেন। https://bn.wikisource.org/w/index.php?title=পাতা:বুয়র_ইতিহাস_-_প্রিয়নাথ_মুখোপাধ্যায়.pdf/৪০&diff=prev&oldid=1471517
  7. https://bn.wikisource.org/w/index.php?title=পাতা:বুয়র_ইতিহাস_-_প্রিয়নাথ_মুখোপাধ্যায়.pdf/৪০&diff=prev&oldid=1471517 এই পাতায় এত বড় ছবি থাকা সত্ত্বেও সেটা ছাড়া প্রুফরিড করেছেন, অশ্বারোহণে-কে অনোহণে রেখেছেন।
  8. নির্ঘণ্ট:ভারতীয় প্রাচীন চিত্রকলা.pdf এই বইয়ের প্রথন পাচটি পাতা, আপনি প্রুফরিড মার্ক করেছেন , যদিও ওই গুলি খালি পাতা রূপে মার্ক হবে। প্রুফরিড মার্ক করার জন্য পয়েন্ট যোগ হবে।

ভুল হতেই পারে। কাজ চালিয়ে যান। তবে নিয়মাবলী অনুসারে করুন। আপনার অন্য অনেক কাজ বেশ ভালই হচ্ছে। শুধু এই ত্রুটি গুলি ভবিষ্যতে যেন না হয়, তা খেয়াল রাখতে অনুরোধ করি। Jayanta(জয়ন্ত) ১৪:০২, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী যদি নূতন (?) হয়ে থাকেন, তাহলে অভিজ্ঞদের উচিত ঐ পাতায় প্রয়োজনীয় সম্পাদনাগুলো করে দেখানো; যেমনটি হৃষিকেশদা [[১]] তিনটি শব্দ সংশোধন করে (নিজের ভুল, উনার ভুল ও অনুমান সম্পাদনা;) বিষয়শ্রেণীতে এলো - সমস্যাসঙ্কুল(!) দিয়েছেন। এখন দেখা যাচ্ছে যে, [নির্ঘণ্ট:বুয়র ইতিহাস - প্রিয়নাথ মুখোপাধ্যায়.pdf] মুছে ফেলা হয়েছে। সম্পাদনা সারাংশে (বিষয়বস্তু ছিল: ১৬ তারিখ ফিরিয়ে আনা হবে।) লেখা হয়েছে। মুছে ফেলার কারণটি জানাবেন কি? সঠিক ও যুক্তিসঙ্গত উত্তরের প্রত্যাশা করছি! এছাড়াও, উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিযোগিতার অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে নিজেকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার ও পয়েন্ট বাদ দেয়ার অনুরোধ করছি। লক্ষ্যণীয় যে, Last Update: Sunday, 08. November 2020 12:47PM IST অনুযায়ী Suvray 647 0 1941 নিয়ে শীর্ষস্থানে ছিলাম। আকস্মিক ও অদ্ভূত ধরনের বার্তা পেয়ে হতবিহ্বল হয়েছি। ধন্যবাদ। - Suvray (আলাপ) ১৩:৫২, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
নির্ঘণ্ট:বুয়র ইতিহাস - প্রিয়নাথ মুখোপাধ্যায়.pdf কেন সরানো হয়েছে আগে বলেছি। ঐ বইতে যা কাজ আপনি করেছেন, সেইটির জন্য যা পয়েন্ট হয়েছে, তা আপনি পাবেন।https://indic-wscontest.toolforge.org/contest/27 এখানে পয়েন্ট ও আপনার অবদান দেখতে পারেন। সেই অনুসারে পয়েন্ট আসছে। আপনি যদি মনে করেন কোথাও ভুল হয়েছে। সেটি দেখিয়ে দিন। যিনি টুল তৈরি করেছেন, তাকে জানাবো। Jayanta(জয়ন্ত) ১৪:০৭, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
দাদা দয়া করে বার্তাটি ব্যক্তিগত ভাবে নেবেন না। বার্তাটি সকল প্রতিযোগীকেই পাঠানো হয়েছে। সবাই যে সমান ভুল করছেন, এমনটা নয়। Jayanta(জয়ন্ত) ১৫:২২, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Jayantanth: দাদা আপনি সম্ভবত উক্ত সরঞ্জাম থেকে "বুয়র_ইতিহাস_-_প্রিয়নাথ_মুখোপাধ্যায়.pdf" সরিয়ে পুনঃরায় যোগ করেছেন বা এমন কিছু, যার কারণে সুব্রত দাদা ঐ বইয়ের যেকটি পাতার মুদ্রণ সংশোধন করেছিল তা উক্ত সরঞ্জামের তালিকায় এখন দেখাচ্ছে না। যার কারণে পয়েন্ট ১৯৪১ থেকে কমে ১৭৩৪-এ নেয়ে এসেছে। এই ২০৭ পয়েন্ট আপনাকে এখন হাতদ্বারা যোগ করতে হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৫, ১০ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সংশোধিত মুদ্রণকে অসংশোধিত অবস্থায় ফিরিয়ে আনবেন না[সম্পাদনা]

আপনি আমার দ্বারা সংশোধিত একাধিক মুদ্রণকে বিনা কারণে 'অসংশোধিত' অবস্থায় ফিরিয়ে এনেছেন। দয়া করে এমনটা করবেন না। আমি অনেক কষ্ট করে কাজ করছি। Md.Fahamidul Islam Dipro (আলাপ) ০৯:৫৫, ১৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আয়োজকমণ্ডলী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন! - Suvray (আলাপ) ১০:০৩, ১৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Thank you for your participation and support[সম্পাদনা]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Suvray,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

Thanx for your (and the group of members) responsibilities & fruitfully organized to the program. Also, you're always heartily welcome. Loves from - Suvray (আলাপ) ১৯:০২, ১৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সুব্রতদা, পাতার শেষে অনুচ্ছেদ শেষ হলে তবেই {{nop}} বসে, নতুবা নয়। যেমন এই পাতায় বসবে, কিন্তু এই পাতায় বসবে না। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৬:০৪, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, ধন্যবাদ তোমায়! বুঝতে অসুবিধে ছিল কিংবা দৃষ্টিবিভ্রমের ফলেই তা ঘটেছে। - Suvray (আলাপ) ০৬:০৮, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা ২০২০[সম্পাদনা]

অভিনন্দন!!!
সুপ্রিয় Suvray, ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা ২০২০-এর ফলাফল প্রকাশিত হয়েছে। আপনার ক্রম জানার জন্য দয়া করে প্রকল্প পৃষ্ঠাটি দেখুন। অভিনন্দন!!!

দয়া করে এই গুগল ফর্মটির প্রয়োজনীয় তথ্য পূরণ করুন, তাহলে ইন্টারনেট অ্যান্ড সোসাইটি সেন্টার (সিআইএস-এ২কে) আপনাকে আপনার ঠিকানায় পুরস্কার পাঠিয়ে দিবে। আমরা আশ্বাস দিচ্ছি যে এই তথ্য সম্পূর্ণ গোপনীয় রাখা হবে।

আপনি এই ফর্মটি পূরণ করার পর, দয়া করে এই বার্তার নীচে ("আমি ফর্মটি পূরণ করেছি - ~~~~" লিখে) আমাদের তা জানান। আপনাকে ৭ দিনের মধ্যে এই ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

উইকিসংকলনে আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি, উইকিসংকলন ভবিষ্যতে আপনার সক্রিয় গঠনমূলক সম্পাদনার মাধ্যমে সমৃদ্ধ হতে থাকবে।

আপনার অবদানের জন্য ধন্যবাদ
জয়ন্ত (সিআইএস-এ২কে)
উইকিসংকলন প্রোগ্রাম অফিসার, সিআইএস-এ২কে

আমি ফর্মটি পূরণ করেছি - Suvray (আলাপ) ১৮:১৭, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মন্তব্যের অনুরোধ-মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা[সম্পাদনা]

প্রিয় Suvray,

আমি একটি আলোচনা ও মতামত শুরু করেছি এখানে। গত বছর আমরা দুটি মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা পরিচালনা করেছিলান। ভারতীয় ভাষার উইকিসংকলনগুলির ভবিষ্যৎ কর্মকান্ড ও আমাদের সম্প্রদায় কিভাবে চলা উচিত সেই সম্পর্কে আপনার মতামত ও মন্তব্য একান্ত প্রয়োজন। আমি আশা করব আপনি আপনার সুচিন্তিত মতামত ও মন্তব্য আপনার মাতৃভাষায় দেবেন। এর ফলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে সুবিধা হবে।

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের পক্ষে

জয়ন্ত নাথ ১৬:৩৫, ১৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

Requests for comments : Indic wikisource community 2021[সম্পাদনা]

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

সম্প্রদায়ের প্রয়োজন মূল্যায়ন ২০২১[সম্পাদনা]

প্রিয় মুদ্রণ সংশোধক,

আগামী দু'বছর CIS-A2K ইন্ডিক ভাষাগুলি উইকিসংকলন প্রকল্পের কাজ করবে।সম্প্রদায় এবং স্বেচ্ছাসেবীদের প্রয়োজনের ভিত্তিতে অনুষ্ঠানগুলি পরিকল্পনা করতে,আমরা আপনার মূল্যবান পরামর্শ, মতামত এবং চিন্তাভাবনা মন্তব্যের জন্য অনুরোধ পাতায় ব্যক্ত করুন। আমরা পূর্বের অনুষ্ঠানগুলিতে আপনাদের প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে আমাদের কাজকে ক্রমাগত উন্নতি করতে চাই। আমরা আপনাকে মন্তব্যের জন্য অনুরোধের বিভিন্ন বিভাগে গিয়ে মন্তব্য করার জন্য অনুরোধ করছি। আপনার প্রতিক্রিয়া আমাদের আপনার প্রয়োজন অনুসারে পরিকল্পনা করার সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
দয়া করে বিস্তারিত লিখুন এবং কোনও ব্যাখ্যা ছাড়াই সংক্ষিপ্ত মন্তব্য এড়িয়ে চলার চেষ্টা করুন।
সেন্টার ফর ইন্টারনেট অ্যাণ্ড সোসাইটি অ্যাসেস টু নলেজ প্রোগ্রাম (CIS-A2K) পক্ষে
জয়ন্ত নাথ ০৯:২৩, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]

সুপ্রিয় Suvray,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ০৩:৫৫, ২০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities[সম্পাদনা]

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Bangla and Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), ০৬:৩৩, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]