ভারতের সংবিধান (১৯৮৭)/প্রস্তাবনা
অবয়ব
বিধি ও ন্যায় মন্ত্রক অনূদিত
(পৃ. প্রস্তাবনা)
(পৃ. প্রস্তাবনা)
ভারতের সংবিধান
প্রস্তাবনা আমরা ভারতের জনগণ ভারতকে একটি [১][সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র] রূপে গড়িয়া তুলিতে, এবং উহার সকল নাগরিক যাহাতেঃ
সামাজিক, অর্থনীতিক এবং রাজনীতিক ন্যায়বিচার;
চিন্তার, অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা;
প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন;
এবং তাঁহাদের সকলের মধ্যে ব্যক্তি-মর্যাদা ও [২][জাতীয় ঐক্য ও সংহতির] আশ্বাসক ভ্রাতৃভাব বর্ধিত হয়;
তজ্জন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য, ২৬শে নভেম্বর, ১৯৪৯ তারিখে, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি, বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি।