বিষয়বস্তুতে চলুন

ভারতের সংবিধান (১৯৮৭)/ভাগ ১

উইকিসংকলন থেকে

ভাগ ১

সংঘ ও উহার রাজ্যক্ষেত্র

সংঘের নাম ও রাজ্যক্ষেত্র। ১। (১) ইণ্ডিয়া, অর্থাৎ ভারত, রাজ্যসমূহের সংঘ হইবে।

 [][(২) রাজ্যসমূহ ও উহাদের রাজ্যক্ষেত্রসমূহ প্রথম তফসিলে যেরূপে বিনির্দিষ্ট সেরূপ হইবে।]

 (৩) ভারতের রাজ্যক্ষেত্রের অন্তর্ভুক্ত হইবে—

 (ক) রাজ্যসমূহের রাজ্যক্ষেত্রসমূহ;

[][(খ) প্রথম তফসিলে বিনির্দিষ্ট সংঘশাসিত রাজ্যক্ষেত্রসমূহ; এবং]
(গ) এরূপ অন্য রাজ্যক্ষেত্রসমূহ যাহা অর্জিত হইতে পারে।

নূতন রাজ্যের অন্তর্ভুক্তি বা স্থাপনা। ২। সংসদ যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ প্রতিবন্ধ ও শর্তের অধীনে, বিধি দ্বারা, নূতন রাজ্য সংঘভুক্ত করিতে বা স্থাপন করিতে পারেন।

 []২ক। [সংঘের সহিত সিকিম সংযুক্ত হইবে।] সংবিধান (ষট্‌ত্রিংশ সংশোধন) আইন, ১৯৭৫, ৫ ধারা দ্বারা (২৬.৪.১৯৭৫ হইতে) নিরসিত।

নূতন রাজ্যসমূহ গঠন ও বিদ্যমান রাজ্যসমূহের আয়তন, সীমানা বা নামের পরিবর্তন। ৩। সংসদ বিধি দ্বারা—

(ক) যেকোন রাজ্য হইতে কোন রাজ্যক্ষেত্র পৃথক্‌ করিয়া লইয়া, অথবা দুই বা ততোধিক রাজ্য বা রাজ্যের ভাগ সংযুক্ত করিয়া, অথবা যেকোন রাজ্যের কোন ভাগে কোন রাজ্যক্ষেত্র সংযুক্ত করিয়া, নূতন রাজ্য গঠন করিতে পারেন;

 (খ) যেকোন রাজ্যের আয়তন বৃদ্ধি করিতে পারেন;

 (গ) যেকোন রাজ্যের আয়তন হ্রাস করিতে পারেন;

(ঘ) যেকোন রাজ্যের সীমানা পরিবর্তন করিতে পারেন;

 (ঙ) যেকোন রাজ্যের নাম পরিবর্তন করিতে পারেন:

 [][তবে, এই উদ্দেশ্যে কোন বিধেয়ক রাষ্ট্রপতির সুপারিশ ব্যতিরেকে, এবং যেক্ষেত্রে কোন বিধেয়কের অন্তর্ভুক্ত প্রস্তাব[] রাজ্যসমূহের কোনটির আয়তন, সীমানা বা নাম প্রভাবিত করে সেক্ষেত্রে ঐ বিধেয়ক রাষ্ট্রপতি কর্তৃক সেই রাজ্যের বিধানমণ্ডলের নিকট, প্রেষণে যে সময়সীমা বিনির্দিষ্ট হইয়াছে তন্মধ্যে, অথবা ততোধিক যে সময়সীমা রাষ্ট্রপতি মঞ্জুর করিতে পারেন তন্মধ্যে, ঐ বিধেয়ক সম্পর্কে উহার মতামত প্রকাশের জন্য প্রেষিত না হইয়া থাকিলে এবং ঐরূপে বিনির্দিষ্ট বা মঞ্জুরীকৃত সময়সীমা অবসান না হইয়া থাকিলে, সংসদের উভয় সদনের কোনটিতেই পুরঃস্থাপিত হইবে না।]

 [][ব্যাখ্যা ১।—এই অনুচ্ছেদে, (ক) প্রকরণ হইতে (ঙ) প্রকরণে “রাজ্য” সংঘশাসিত রাজ্যক্ষেত্র অন্তর্ভাবিত করিবে কিন্তু অনুবিধিতে “রাজ্য” সংঘশাসিত রাজ্যক্ষেত্র অন্তর্ভাবিত করিবে না।

 ব্যাখ্যা ২।—(ক) প্রকরণ দ্বারা সংসদকে যে ক্ষমতা অর্পিত হইয়াছে, তাহাতে কোন রাজ্যের বা সংঘশাসিত রাজ্যক্ষেত্রের ভাগবিশেষকে অন্য কোন রাজ্য বা সংঘশাসিত রাজ্যক্ষেত্রের সহিত সংযুক্ত করিয়া একটি নূতন রাজ্য গঠন করিবার ক্ষমতাও অন্তর্ভাবিত হইবে।]

২ ও ৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রণীত বিধিতে প্রথম ও চতুর্থ তফসিলের সংশোধনের এবং অনুপূরক আনুষঙ্গিক ও পারিণামিক বিষয়সমূহের বিধান থাকিবে। ৪। (১) ২ অনুচ্ছেদে বা ৩ অনুচ্ছেদে উল্লিখিত কোন বিধিতে ঐ বিধির বিধানাবলী কার্যকর করিবার জন্য প্রথম তফসিলের ও চতুর্থ তফসিলের সংশোধনার্থ যেরূপ প্রয়োজন সেরূপ বিধানাবলী থাকিবে এরং সংসদ যেরূপ প্রয়োজন বলিয়া গণ্য করেন সেরূপ (সংসদে এবং রাজ্যের বা রাজ্যসমূহের বিধানমণ্ডলে বা বিধানমণ্ডলসমূহে প্রতিনিধিত্ব সংক্রান্ত যে বিধানাবলী ঐরূপ বিধি দ্বারা প্রভাবিত হয় সেই বিধানাবলী সমেত) অনুপূরক, আনুষঙ্গিক ও পারিণামিক বিধানাবলীও থাকিতে পারে।

 (২) পূর্বোক্তরূপে কোন বিধি ৩৬৮ অনুচ্ছেদের প্রয়োজনার্থে এই সংবিধানের সংশোধন বলিয়া গণ্য হইবে না।


  1. সংবিধান (সপ্তম সংশোধন) আইন, ১৯৫৬, ২ ধারা দ্বারা, (২) প্রকরণের স্থলে প্রতিস্থাপিত।
  2. ঐ, ২ ধারা দ্বারা, (খ) উপ-প্রকরণের স্থলে প্রতিস্থাপিত।
  3. সংবিধান (পঞ্চত্রিংশ সংশোধন) আইন, ১৯৭৪, ২ ধারা দ্বারা (১.৩.১৯৭৫ হইতে) সন্নিবেশিত।
  4. সংবিধান (পঞ্চম সংশোধন) আইন, ১৯৫৫, ২ ধারা দ্বারা, অনুবিধির স্থলে প্রতিস্থাপিত।
  5. সংবিধান (সপ্তম সংশোধন) আইন, ১৯৫৬, ২৯ ধারা ও তফসিল দ্বারা, “প্রথম তফসিলের ভাগ ক-এ বা ভাগ খ-এ বিনির্দিষ্ট”—এই সকল শব্দ ও অক্ষর বাদ দেওয়া হইয়াছে।
  6. সংবিধান (অষ্টাদশ সংশোধন) আইন, ১৯৬৬, ২ ধারা দ্বারা সন্নিবেশিত।