ভুল সুকোমল

উইকিসংকলন থেকে
ভুল সুকোমল

ভুল সুকোমল



ভুল সুকোমল
সুকোমল রায় চৌধুরী



সত্তরের কবিতা প্রকাশনী
৯৮/১ সুরেন্দ্রনাথ ব্যানার্জী রোড,
কোলকাতা-১৪

সুকোমল রায় চৌধুরী

প্রথম প্রকাশ: অগ্রহায়ণ ১৩৪৭

প্রচ্ছদ: কমল সাহা।

প্রকাশনা: কল্যাণ চট্টোপাধ্যায় অজয় নাগ
সত্তরের কবিতা প্রকাশনী
৯৮/১ সুরেন্দ্রনাথ ব্যানার্জী বোড
কোলকাতা ১৪

পরিবেশনা: ঋতায়ন
২২/২ এ বাগবাজার স্ট্রীট কোলকাতা-৩

মুদ্রণ: ব্যবসা ও বাণিজ্য প্রেস
৯/৩ রমানাথ মজুমদার স্ট্রীট কোলকাতা-২


স্বনামধন্য শিল্পী

শ্রীশর্বরী রায়চৌধুরী

 শ্রদ্ধাস্পদেষু


এক গ্লাস জল/নয় / এত রাতে যাজিকারা নতজানু
চোখ বুজে আসে/ দশ/চোখ বুজে আসে
সোনাগাছি কাছাকাছি/ এগার/ সোনাগাছি কাছাকাছি
ছুটে যাও, দৌড় দাও…পান্থশালা পাবে/ বার / সীমার সীমানা ধ’রে ছুটে যাও,
মধ্যরাতে কুয়োর ভিতর/ তের/ মধ্যরাতে কুয়োর ভিতর
ভুল সুকোমল : ১/চৌদ্দ/গর্ভকেন্দ্রে অসহিষ্ণু ওকি কালপুরুষ
ভুল সুকোমল : ২/ পনের/তোমার শরীর ভেঙে নিবিড় হাওয়া
কবে যেন/ সতের/ কবে যেন কণ্ঠ ফেটে কিছু কিছু ধ্বনি
কণ্ঠ ফেটে যে ধ্বনি/ আঠার/ কণ্ঠ ফেটে যে ধ্বনি ফিনকি দিয়ে পড়েছিল
মন্দিরের চুড়া থেকে শৃঙ্খলিত ধ্বনি/ উনিশ/ মন্দিরের চুড়া থেকে…
দণ্ড দাও/ কুড়ি/ বসত বাড়ীটা থেকে সুদীর্ঘ আহবান
দেখে নাও/ একুশ/ সমুদ্র দেখার আগে নীল চোখে দেখে নাও
যে কোন মাটিতে/ বাইশ/ যে কোন মাটিতে দেহ রেখে
এভাবে মাটির কাছে/ তেইশ/ এভাবে মাটির কাছে সমস্ত প্রণাম জমা রেখে
মাটিতে বুক রাখতেই/ চব্বিশ/ মাটিতে বুক রাখতেই মৃদু নিস্বন
আমার শরীর ছুঁয়ে/ পঁঁচিশ/ আমার শরীর ছুয়ে অন্ধ এই মাটি
নিজের মুখের আচ্ছন্নতা/ ছাব্বিশ/ নিজের মুখের আচ্ছন্নতা
আমার ঘুমের সুদীর্ঘ ছায়ায়/ সাতাশ/ আমার ঘুমের সুদীর্ঘ ছায়ায় দুই…
ভূতুড়ে প্রাসাদকক্ষে/ আটাশ/ ভূতুডে প্রাসাদকক্ষে
আমার চোখের নীচে/ ঊনত্রিশ/আমার চোখের নীচে অকালমেঘের…
ঘোলা ঢেউ সারি সারি/ ত্রিশ/ঘোলা ঢেউ সারি সারি
আকাশটাকে টুকরো ক’রে/ একত্রিশ/ আকাশটাকে টুক্‌রো ক’রে মাঠের…
একটি মৃত্যুর জন্মলগ্নে/ বত্রিশ/ একটি মৃত্যুর জন্মলগ্নে
অরণ্যের ভ্রূণের ভিতর/ তেত্রিশ/অরণ্যের ভ্রূণের ভিতর
ভ্রাম্যমান অবিরল/ চৌত্রিশ/ ভ্রাম্যমান অবিরল বনানীর পথ
জলতরঙ্গের শিহরণ/ পঁঁয়ত্রিশ/ হ্রদের বুকের মধ্যে সমুদ্রের ডাক
কোথায় লুকিয়ে আছ? কোন বনতলে?/ ছত্রিশ/নীলিমার এত কোমলতা…
একি গঙ্গা? একি প্রবহমানতা?/ সাইত্রিশ/একি গঙ্গা একি প্রবহমানতা
তবে কি…/ একচল্লিশ/ তবে কি পিঙ্গল বুকে অবলুপ্ত দূর প্রতিধ্বনি
সব যুগ অবসানে/ বিয়াল্লিশ/ সব যুগ অবসানে অমোঘ চোখের জল জানে
সূর্য্য ডোবা গাঢ় জল/ তেতাল্লিশ/সূর্য্য ডোবা গাঢ়জলে আলোড়িত আদিম…

বাগানে আমার/ চুয়াল্লিশ/ উড়ন্ত নেকড়ে ডানা ঝাড়ে
সমাপ্তি/ পঁঁয়তাল্লিশ/ শতো শতো ঘূর্ণি ঝড়
শেষ প্রশ্ন কাঁপে/ ছিচল্লিশ/ ঘাসের পাতায় চোখে শিশিরের জল
ক্রান্তি মুহূর্তের কবিতা: ১/ সাতচল্লিশ/ বড়ো দীর্ঘপথ
ক্রান্তি মুহূর্তের কবিতা: ২/ ঊনপঞ্চাশ/ প্রচণ্ড কম্পনে নিভে যায়
ক্রান্তি মুহূর্তের কবিতা: ৩/ বাহান্ন/ সায়াহে ঘণ্টাধ্বনির বিষন্ন আলাপ
তবুও জীবন নিয়ে/ চুয়ান্ন/ তবুও জীবন নিয়ে ঘনিষ্ঠ চিবুকে
এক নদী থেকে আরেক নদীর তীর থেকে তীরে/ পঞ্চান্ন/ এক নদী থেকে…
অখণ্ড উত্তাপ/ ছাপান্ন/ কেমন সবুজ ধ’রে জড়িয়ে রয়েছে পড়ে পৃথিবীর তল

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত বলে অনুমান করা হচ্ছে কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।

বিঃদ্রঃ এই লেখা/রচনা/বইয়ের লেখকের মৃত্যুসাল কোনও তথ্যসূত্র দ্বারা প্রতিষ্ঠিত নয়। ভবিষ্যতে কোনো তথ্যসূত্র দ্বারা লেখকের মৃত্যুসাল সংক্রান্ত তথ্য প্রকাশে এলে, এই লেখকের রচনার প্রকৃত কপিরাইট অবস্থা যাচাই করা সম্ভব হবে। নতুন তথ্য অনুসারে এই বইটির কপিরাইট অবস্থা ভবিষ্যতে বিচার করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।